৯ মাসে ‘ঈশ্বর-প্রেরিত’ থেকে ‘সাধারণ মানুষ’, নিজের দৈবজন্মে কেন বিশ্বাস হারালেন মোদী?
সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে তাঁর সুনাম নেই। তিনি এক ঝাঁক সাংবাদিকের মুখোমুখি। এ রকম ছবি গুগল্ সার্চ ইঞ্জিনে নেই। সেই নরেন্দ্র মোদী এ বার পডকাস্টে খাতা খুললেন।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৮:৩৭
Advertisement
এই প্রথম পডকাস্টে আবির্ভাব। সেটাই একমাত্র চমক নয়। এমন এক জনকে সাক্ষাৎকার দিলেন, যিনি সাংবাদিক না। নাম নিখিল কামথ। প্রধানমন্ত্রী এলেন। বললেন, ভগবান নন, তিনিও রক্তমাংসের মানুষ। ছেড়ে দেওয়ার পাত্র নয় কংগ্রেস। পডকাস্ট সম্প্রচার হওয়ার পরই শুরু কটাক্ষ।