Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা অস্ট্রেলিয়ার, বাদ তিন বিশ্বজয়ী ক্রিকেটার, এলেন দুই নতুন মুখ

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। ১৫ জনের দলে নেই তিন বিশ্বকাপজয়ী ক্রিকেটার। তাঁদের বদলে দুই নতুন মুখ জায়গা পেয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১১:৫৯
cricket

এক দিনের বিশ্বকাপ ট্রফি হাতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। —ফাইল চিত্র।

পাকিস্তানের মতোই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়াও। ১৫ জনের দলে নেই তিন বিশ্বকাপজয়ী ক্রিকেটার। তাঁদের বদলে দুই নতুন মুখ জায়গা পেয়েছেন।

Advertisement

১৪ মাস আগে ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলে ছিলেন ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন ও শন অ্যাবট। ওয়ার্নার অবসর নিয়েছেন। গ্রিন ও অ্যাবটের চোট রয়েছে। তাই তাঁদের দলে রাখা হয়নি। বদলে ম্যাট শর্ট ও আরন হার্ডিকে নেওয়া হয়েছে। আইসিসি প্রতিযোগিতায় এই প্রথম অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পেয়েছেন তাঁরা।

বিগ ব্যাশে হোবার্টকে ফাইনালে তুলেছেন নেথান এলিস। এই পেসারকেও ১৫ জনের দলে রাখা হয়েছে। অধিনায়ক হিসাবে রয়েছেন প্যাট কামিন্স। তবে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। গোড়ালিতে চোট রয়েছে কামিন্সের। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলছেন না তিনি। যদি কামিন্স শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারেন, তা হলে সহ-অধিনায়ক স্টিভ স্মিথ নেতৃত্ব দেবেন।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। অস্ট্রেলিয়ার গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। তার আগে ১৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দল— প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারে, নেথান এলিস, আরন হার্ডি, জশ হেজ়লউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জ়াম্পা।

Advertisement
আরও পড়ুন