উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কৃষিবিজ্ঞানে গবেষণাধর্মী কাজের সুযোগ। এই মর্মে কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে গবেষণার কাজে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। প্রকল্পে অর্থ সাহায্য করবে একটি কেন্দ্রীয় সংস্থা।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগে ওই গবেষণা প্রকল্পের কাজ হবে। যার নাম— ‘ডেভেলপমেন্ট অফ গ্রাউন্ডনাট জেনোটাইপস টলারেন্ট টু লো সয়েল পিএইচ থ্রু ইনডিউসড মিউটাজেনেসিস ফর তেরাই রিজিয়ন অফ নর্থ বেঙ্গল’। প্রকল্পটি কেন্দ্রের পারমাণবিক শক্তি বিভাগ (ডিএই)-র অধীনস্থ বোর্ড অফ রিসার্চ ইন নিউক্লিয়ার সায়েন্সেস (বিআরএনএস)-এর অর্থপুষ্ট।
প্রকল্পটিতে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে সর্বাধিক তিন বছর।
জেআরএফ পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স যথাক্রমে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। প্রথম দু’বছরে নিযুক্ত ব্যক্তির ফেলোশিপ হবে মাসে ৩৭ হাজার টাকা। তৃতীয় বছরে তা বেড়ে হবে মাসে ৪২,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিংয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২০ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ে আগামী ২২ জানুয়ারি দুপুর ১২টা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।