যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
জীবন গতিময়। কাজের ব্যস্ততায় হারিয়ে যাচ্ছে শান্তির ঘুম। বাড়ি-অফিসের দায়িত্ব সামলাতে গিয়ে অধিকাংশেরই মানসিক চাপ ক্রমশ বাড়ছে। দেখা দিচ্ছে নানা রকম মানসিক রোগব্যাধি। মনোবিদের চেম্বারে বাড়ছে লাইন। স্বভাবতই, পেশাদারি জগতেও এই ক্ষেত্রের চাহিদা বৃদ্ধি পেয়েছে। আর তাই আগ্রহীদের কথা ভেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এ সংক্রান্ত একটি কোর্স করানো হবে। শুরু হয়েছে কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া। আবেদন জানানো যাবে অনলাইনে।
বিশ্ববিদ্যালয়ের তরফে কাউন্সেলিং অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্টের উপর কোর্স করানো হবে। কোর্স আয়োজনের দায়িত্বে রয়েছে সেন্টার ফর কাউন্সেলিং সার্ভিসেস অ্যান্ড স্টাডিজ় ইন সেলফ ডেভেলপমেন্ট। এই পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের মেয়াদ দু’বছর। বিশ্ববিদ্যালয়ের তরফে ২০২৪-’২৫ শিক্ষাবর্ষের জন্য এই কোর্সে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে।
কোর্সের মোট আসনসংখ্যা ৫০। যেখানে সরকারি নিয়ম মেনে সংরক্ষিতদের জন্য কিছু আসন রাখা হবে। কোর্স ফি ধার্য করা হয়েছে মোট ৪২,৪৮০ টাকা। বিশ্ববিদ্যালয়েই সমস্ত ক্লাসের আয়োজন করা হবে। ক্লাস হবে সোম, মঙ্গল এবং শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। কোর্সের ক্লাস শুরু হবে পরের বছর ৭ ফেব্রুয়ারি থেকে।
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের স্নাতক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই পাঠক্রমে ভর্তির আবেদন করতে পারবেন। কোর্সে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে ১০ জানুয়ারি। পরীক্ষায় উত্তীর্ণদের নাম ঘোষণা করা হবে ১৫ জানুয়ারি। এর পর ১৭ এবং ১৮ জানুয়ারি উত্তীর্ণদের জন্য ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। বাছাই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে আগামী ২৩ জানুয়ারি। এর পর ভর্তি প্রক্রিয়া ২৪ জানুয়ারি শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।
কোর্সে ভর্তির জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে ৫০ টাকা মূল্যের বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এর পর তা পূরণ করে বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সেন্টারে জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এই বিষয়ে অন্যান্য তথ্য জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে হবে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে আগ্রহীদের।