আইএসিএস। সংগৃহীত ছবি।
অন্ত্রের প্রদাহজনিত রোগ, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজ়িজ় (আইবিডি) নিয়ে গবেষণাধর্মী কাজ হবে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বলা হয়েছে, প্রতিষ্ঠানে একটি কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট প্রকল্পে কাজের সুযোগ মিলবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
প্রতিষ্ঠানের স্কুল অফ অ্যাপ্লায়েড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেসে এই গবেষণা প্রকল্পের কাজ হবে। এতে অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
প্রকল্পটিতে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে। শূন্যপদ রয়েছে একটি। প্রাথমিক ভাবে এক বছরের জন্য এই নিয়োগ। এর পরে নিযুক্ত ব্যক্তির কাজের নিরিখে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তের পারিশ্রমিক হবে মাসে ২০,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও।
আবেদনকারীদের রসায়নে বিএসসি এবং এমএসসি-তে ন্যূনতম ৫৫ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, অরগ্যানিক রিয়্যাকশন সংক্রান্ত গবেষণাধর্মী কাজের অভিজ্ঞতাও থাকা জরুরি। এ ছাড়াও যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।
আগামী ১৩ ডিসেম্বর প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট স্কুলে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু দুপুর ২টো থেকে। প্রার্থীদের ওই দিন জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন।