Yogi Adityanath

দু’দিন যেতে না যেতেই ফের খুনের হুমকি যোগী আদিত্যনাথকে! গ্রেফতার উত্তরপ্রদেশের যুবক

দিন দুয়েক আগেই যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এ রাজ্যের মালদহ জেলার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৯
যোগী আদিত্যনাথ।

যোগী আদিত্যনাথ। — ফাইল চিত্র।

ফের খুনের হুমকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে! এ বার আর ভিডিয়োবার্তা নয়, সরাসরি ১১২ নম্বরে ফোন করে যোগীকে খুনের হুমকি দিলেন অভিযুক্ত! মঙ্গলবার রাতের ওই ঘটনায় বুধবার উত্তরপ্রদেশের বরেলি থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করানো হবে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অনিল। মঙ্গলবার সন্ধ্যায় জরুরি পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন ১১২-তে ফোন করেন ওই যুবক। হুমকি দেন, আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে যোগী আদিত্যনাথকে গুলি করে খুন করবেন তিনি। পাশাপাশি, নিশানায় থাকবেন পুলিশের উচ্চ আধিকারিকেরাও।

ইজ্জতনগর থানার আধিকারিক ধনঞ্জয় পান্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হুমকি মেলার সঙ্গে সঙ্গেই তদন্তে নামে পুলিশ। যে নম্বর থেকে ফোনটি এসেছিল, তার টাওয়ারের অবস্থান নির্ণয়ের চেষ্টা করা হয়। কিন্তু ফোনটি বন্ধ ছিল। এর পর অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। শেষমেশ বুধবার তাকে শনাক্ত করে গ্রেফতার করেছে পুলিশ। কেন ওই ব্যক্তি হঠাৎ মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিছকই ভুয়ো হুমকি, না কি প্রকৃতই ছক কষেছিলেন অভিযুক্ত, ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, সে সবও খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, দিন দুয়েক আগেই যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে শেখ আতাউল নামে এ রাজ্যের মালদহ জেলার এক বাসিন্দাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের পুলিশ। অভিযোগ, তিনি সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তার মাধ্যমে হিংসা ছড়ানোর চেষ্টা করেছেন। বাংলাদেশ প্রসঙ্গে আপত্তিকর কথাবার্তাও বলেছেন। সেখানেই আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এর পরেই আতাউলকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement
আরও পড়ুন