(বাঁ দিকে) লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিজেপি সাংসদ ফাঙ্গনন কন্যাক (ডান দিকে)। —ফাইল ছবি।
ওড়িশায় বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর প্রক্রিয়া শুরু করেছে পদ্মশিবির। এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে নাগাল্যান্ড থেকে রাজ্যসভায় নির্বাচিত বিজেপি সাংসদ ফাঙ্গনন কন্যাক দাবি করলেন, গন্ডগোলের সময় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর শরীরের কাছাকাছি চলে এসেছিলেন!
নাগাল্যান্ড থেকে রাজ্যসভায় নির্বাচিত প্রথম সাংসদ কন্যাক বৃহস্পতিবার বলেন, ‘‘উনি (রাহুল) আমার কাছে চলে এসে চিৎকার শুরু করেছিলেন। আমার খুব অস্বস্তি হচ্ছিল। এক জন সাংসদের থেকে আমি এমন আচরণ আশা করিনি।’’ নাগাল্যান্ড বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী কন্যাক উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য। তিনি শিলংয়ের উত্তর-পূর্ব ইন্দিরা গান্ধী আঞ্চলিক ইনস্টিটিউট অফ হেল্থ অ্যান্ড মেডিক্যাল সায়েন্সেস-এর পরিচালন পর্ষদেরও সদস্যা।
মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘এখন একটা ফ্যাশন হয়েছে, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর...। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’’ তাঁর আরও সংযোজন, ‘‘জওহরলাল নেহরুর সঙ্গে অম্বেডকরের অনেক মতপার্থক্য ছিল। সেই কারণেই নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।’’ বুধবার থেকেই শাহের বিরুদ্ধে অম্বেডকর-অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। শুক্রবার অম্বেডকর-মন্তব্য ঘিরে সংসদ চত্বরে সরকার এবং বিরোধী পক্ষের সংঘাত বৃহস্পতিবার কার্যত পরিণত হয় ধাক্কাধাক্কিতে।
সংসদ ভবনের মকর প্রবেশদ্বারের একাংশ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা। সে সময় বিজেপি সাংসদেরা অমিত শাহের বিকৃত ভিডিয়ো প্রচারের অভিযোগে পাল্টা স্লোগান শুরু করলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ধস্তাধস্তির সময় পড়ে গিয়ে বিজেপি সাংসদ প্রতাপ আহত হয়েছেন বলে অভিযোগ। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওড়িশার বালেশ্বরের সাংসদ ষড়ঙ্গী বলেন, ‘‘রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা মারেন। তিনি আমার গায়ের উপর পড়েন। ফলে আমি মাটিতে পড়ে যাই।’’ রাহুলের বিরুদ্ধে তাঁরা থানায় অভিযোগ করতে পারেন বলে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু জানান। তিনি বলেন, ‘‘উনি (রাহুল) কি অন্য় সাংসদদের পেটাবেন বলে ক্যারাটে, কুংফু শেখেন?’’
প্রতাপ ছাড়াও বিজেপি সাংসদ মুকেশ রাজপুত আহত হয়েছেন বলে বিজেপির অভিযোগ। অন্য দিকে, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে অভিযোগ তুলেছেন, তাঁকে সংসদের অন্দরে ধাক্কা মেরেছেন বিজেপি সাংসদেরা! নাগাল্যান্ড থেকে রাজ্যসভায় নির্বাচিত প্রথম সাংসদ কন্যাক বৃহস্পতিবার বলেন, ‘‘উনি (রাহুল) আমার কাছে চলে এসে চিৎকার শুরু করেছিলেন। আমার খুব অস্বস্তি হচ্ছিল। একজন সাংসদের থেকে আমি এমন আচরণ আশা করিনি।’’ নাগাল্যান্ড বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী কন্যাক উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য। তিনি শিলংয়ের উত্তর-পূর্ব ইন্দিরা গান্ধী আঞ্চলিক ইনস্টিটিউট অফ হেল্থ অ্যান্ড মেডিক্যাল সায়েন্সেস-এর পরিচালনা পর্ষদেরও সদস্যা।
মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় বিতর্কিত মন্তব্য ঘিরে বুধবার থেকেই শাহের বিরুদ্ধে অম্বেডকর-অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। বৃহস্পতিবার অম্বেডকর-মন্তব্য ঘিরে সংসদের অন্দরে সরকার এবং বিরোধী পক্ষের সংঘাত বৃহস্পতিবার কার্যত পরিণত হয় ধাক্কাধাক্কিতে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে অভিযোগ তুলেছেন, তাঁকে সংসদ চত্বরে ধাক্কা মেরেছেন বিজেপি সাংসদেরা! এ নিয়ে পুলিশে অভিযোগ জানানো হতে পারে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে।