কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
শিক্ষকতার সুযোগ আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি সে কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে কিছু শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ফলে আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জন্য এই নিয়োগ হবে গেস্ট ফ্যাকাল্টি বা অতিথি শিক্ষক পদে। শূন্যপদের সংখ্যা সাত। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়সসীমা বা নিযুক্তদের পারিশ্রমিকের বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
অতিথি শিক্ষক পদে আবেদন জানাতে যোগ্যতামান স্থির করা হয়েছে ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) কিংবা বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই)-র নির্ধারিত নিয়ম অনুযায়ী। যেখানে উল্লেখ করা আছে, প্রার্থীদের আইনে স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা জরুরি। যাঁদের আইনে পিএইচডি রয়েছে এবং যাঁরা নেট/ সেট উত্তীর্ণ, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগামী ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বেলা সাড়ে ১১টা থেকে। ওই দিন আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে যথাস্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।