সিএসআইআর-সিজিসিআরআই। সংগৃহীত ছবি।
যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই) বা কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা প্রতিষ্ঠানে গবেষণামূলক কাজের সুযোগ। শুক্রবার এই মর্মে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানে একটি কেন্দ্রীয় মন্ত্রকের অর্থপুষ্ট প্রকল্পের কাজ হবে। নিয়োগ হবে দু’টি পদমর্যাদায়। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। শুক্রবার থেকেই শুরু হচ্ছে সেই প্রক্রিয়া।
প্রতিষ্ঠানের যে প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম— 'মাল্টিফাংশনাল মেকানিক্যাল মেটামেটিরিয়্যালস ফর লাইফ সাপোর্ট ইন ম্যানড সাবমারসিবলস’। প্রকল্পটি কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রকের অর্থপুষ্ট।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ এবং জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ রয়েছে দু’টি। পদগুলিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর নিযুক্ত ব্যক্তির কাজ এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ এবং জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে যথাক্রমে ৩৫ এবং ৩০ বছরের মধ্যে। প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ এবং জুনিয়র রিসার্চ ফেলো পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ৩১,০০০/ ২৫,০০০ টাকা এবং ৩৭,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও।
প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে আবেদনকারীদের মেকানিক্যাল/ এরোস্পেস/ অ্যাপ্লায়েড মেকানিক্স/ সিভিল/ ম্যানুফ্যাকচারিং/ মেটালার্জিক্যাল এবং মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক ডিগ্রি থাকতে হবে। একই ভাবে, অন্য পদটির জন্যও যোগ্যতার পৃথক মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথি-সহ আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ১৬ ডিসেম্বর। এর পর সংশ্লিষ্ট পদগুলিতে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ ১৭ ডিসেম্বর। প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।