কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা (ফিজ়িক্স) বিভাগে পিএইচডি-র জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে অভিজ্ঞ শিক্ষকদের অধীনে বেশ কয়েকটি প্রকল্পে গবেষণার সুযোগ পাবেন পড়ুয়ারা। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে চলতি শিক্ষাবর্ষের জন্য পিএইচডি-র রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিভাগে মোট ৩০টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এর মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী কিছু আসন সংরক্ষিত রাখা হবে। পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা (রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে যাঁরা ইতিমধ্যেই নেট-জেআরএফ/ নেট-এলএস/ সেট/ স্লেট/ গেট উত্তীর্ণ বা যাঁদের এমফিল ডিগ্রি রয়েছে, তাঁদের শুধুমাত্র ইন্টারভিউ দিলেই চলবে।
পিএইচডি-র জন্য আবেদন জানাতে পড়ুয়াদের পদার্থবিদ্যায় এমএসসি থাকতে হবে। যাঁরা এমএসসি-র চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা দেবেন, তাঁরাও পিএইচডি-র জন্য আবেদন করতে পারবেন।
আগামী ২ এপ্রিল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষা চলবে এক ঘণ্টা ধরে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা ইন্টারভিউ দিতে পারবেন। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ২, ৩ বা ৪ এপ্রিল।
আগ্রহীদের এর জন্য প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া গুগল ফর্মের লিঙ্কে গিয়ে আবেদনপত্রটি আপলোড করতে হবে। এ ছাড়া অনলাইনে জমা দেওয়া আবেদনমূল্য বাবদ ১০০ টাকার রসিদও গুগল ফর্মের লিঙ্কে গিয়ে আপলোড করতে হবে। এই বিষয়ে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।