—প্রতিনিধিত্বমূলক ছবি।
পায়ে দড়ি বেঁধে গাছ থেকে উল্টো করে ঝোলানো রয়েছে এক যুবককে। ওই অবস্থাতেই চলছে বেধড়ক মারধর। রাজস্থানের বারমেঢ় জেলার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিত শ্রাবণ কুমার এক জন দলিত। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে বিতর্ক (আনন্দবাজার অনলাইন ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বারমেঢ়ের ভাখরপুরা গ্রামে এই ঘটনা হয়েছে। বাইক চুরির অভিযোগে শ্রাবণকে আগেও গ্রেফতার করা হয়েছিল। জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি। শুক্রবার অন্য একটি বাইক চুরির অভিযোগে তাঁকে মারধর করেন গ্রামবাসীরা।
বারমেঢ় পুলিশের সুপার নরেন্দ্রসিংহ মিনা জানিয়েছেন, একটি বাইক চুরির অভিযোগে ২৯ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছিল নরেন্দ্রকে। স্থানীয় একটি মেলা থেকে বাইক চুরির সময় হাতেনাতে ধরা পড়েছিলেন তিনি। পরে জামিনে ছাড়া পান তিনি। শুক্রবার তাঁকে আবার বাইক চুরির সময় হাতেনাতে ধরেছেন বলে দাবি করেন গ্রামবাসীরা। তার পর মারধর শুরু করেন। ৫৩ সেকেন্ডের ভিডিয়ো দেখে এবং শ্রাবণের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের ডেপুটি সুপার সুখরাম বিষ্ণোই জানিয়েছেন, তদন্ত চলছে। দোষীরা শাস্তি পাবে।