সিএসআইআর-আইআইসিবি। সংগৃহীত ছবি।
যাদবপুরের সিএসআইআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)-তে গবেষক নিয়োগ করা হবে। কিছু দিন আগেই সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। গবেষণার জন্য অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে কর্মীদের। নিয়োগের জন্য যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
প্রতিষ্ঠানে গবেষণার জন্য নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো বা জেআরএফ (গেট) পদে। শূন্যপদ রয়েছে দু’টি। বিজ্ঞপ্তিতে গবেষণা প্রকল্পের নাম বা গবেষণার বিষয় এবং নিযুক্তদের পারিশ্রমিকের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। জানানো হয়েছে, এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
আবেদনকারীদের বি ফার্ম ডিগ্রির পাশাপাশি গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট (জিপ্যাট)-এ উত্তীর্ণ হতে হবে। যাঁদের বায়োটেকনোলজিতে বি টেকের সঙ্গে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এ ন্যূনতম ৮৫ পার্সেন্টাইল নম্বর থাকতে হবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিতরা শর্তসাপেক্ষে সিএসআইআর (কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ) প্রদত্ত জেআরএফ-গেট জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
আগামী ২১ মার্চ প্রতিষ্ঠানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে অন্যান্য নথি-সহ প্রার্থীদের নির্দিষ্ট স্থানে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।