পুলিশ ৩৭টি তাজা বোমা উদ্ধার করেছে। —প্রতীকী চিত্র।
কুনুর নদীর ধার থেকে উদ্ধার ড্রাম ভর্তি বোমা। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট গ্রামের কাছ দিয়ে বয়ে যাওয়া কুনুর নদীর ধার থেকে পুলিশ ৩৭টি তাজা বোমা উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোটে কুনুর নদির ধারে কেউ দু’টি ড্রামে ভর্তি বোমা রেখে গিয়েছিলেন। শুক্রবার রাতে মঙ্গলকোট থানার পুলিশ গোপন সূত্রে সেই খবর পায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে দু’টি ড্রাম ভর্তিই বোমা ।
খবর দেওয়া হয় সিআইডির বম্ব ডিসপোজ়াল স্কোয়াডে। শনিবার সিআইডির বম্ব ডিসপোজ়াল স্কোয়াড ওই ড্রামগুলিতে থাকা ৩৭টি বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে। কী ভাবে বোমাগুলি নদীর ধারে এল, তার তদন্ত পুলিশ শুরু করেছে। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর দাবি করেছেন মঙ্গলকোট গ্রামের বাসিন্দারা।