কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
জি-২০ অধিবেশন সংক্রান্ত গবেষণার প্রকল্পের কাজ হবে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। সেই প্রকল্পের জন্য দু’টি পদে কর্মী নিয়োগ করা হবে। বুধবার সে সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। সমস্ত পদে কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এর জন্য অনলাইনে আবেদন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের নাম ‘জি-২০ দিল্লি ডিক্লারেশন: এ ফিজ়িবিলিটি অ্যানালিসিস’। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)। প্রকল্পের মেয়াদ তিন মাস।
প্রকল্পে যে দু’টি পদে নিয়োগ হবে, সেগুলি হল, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর। মোট শূন্যপদ রয়েছে দু’টি। আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে ৩৭,০০০ টাকা এবং ২০,০০০ টাকা।
ফিল্ড ইনভেস্টিগেটর পদে আবেদনের জন্য পড়ুয়াদের সমাজবিজ্ঞানের যে কোনও বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তীর্ণ হতে হবে। যাঁদের ইংরেজি ভাষায় পারদর্শিতা রয়েছে, সংযোগস্থাপন ও কম্পিউটার চালনায় দক্ষতা রয়েছে এবং যাঁরা ‘লাইব্রেরি ভিজ়িট’-এ স্বচ্ছন্দ, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। অন্য পদটির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৮ মার্চ আবেদনের শেষ দিন। এর পর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে আয়োজিত ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।