এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
পুজো শেষ। মা পাড়ি দিচ্ছেন কৈলাশে।
০২১০
দশমীর সকাল থেকেই বিষাদের বাদ্যি বেজে উঠেছে শহর জুড়ে। কোথাও বা কার্নিভালের অপেক্ষা।
০৩১০
শেষ বেলায় মাকে বরণ করে নেওয়ার পাশাপাশি, মহিলারা মেতে উঠেছেন সিঁদুর খেলায়।
০৪১০
শহরের বিভিন্ন প্রান্তে একই ছবি। লাল রঙা সেই মুখ ও একে অপরকে সিঁদুর লাগানোর সেই ছবিই ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
০৫১০
দশমী থেকে দ্বাদশী — কলকাতার বিভিন্ন বড় পুজোগুলির সঙ্গে জোট বেঁধে সিঁদুর খেলার ঐতিহ্যের সাক্ষী রইল আনন্দবাজার অনলাইন
০৬১০
সঙ্গে চলল ক্যাডবেরি সেলিব্রেশনের সাথে মিষ্টিমুখ।
০৭১০
প্রথা অনুযায়ী, বিজয়া দশমীতে মাকে বরণ করে নেওয়ার পরে একে অপরকে মিষ্টিমুখ করানোর রীতি রয়েছে।
০৮১০
সেই মিষ্টিমুখেই এ বার অংশ নিল ক্যাডবেরি সেলিব্রেশন। বারোয়ারি থেকে আবাসন, সিঁদুর খেলার পরে একে অপরকে ক্যাডবেরি খাইয়ে মিষ্টিমুখ করালেন সেখানকার বাসিন্দার।
০৯১০
এক দিকে বিষাদের সুর, মন ভার। অন্য দিকে, শেষ বেলার উদযাপন। মা দুর্গাকে বরণ করে সবার একটাই প্রার্থনা আবার এসো মা ৷