মেয়েদের নিয়ে দেবিনার উৎসব
লাল শাড়িতে ঝলমলে। খোঁপায় গোঁজা ফুল। গুনগুন করে উঠছেন প্রিয় রবীন্দ্রসঙ্গীত। উৎসবের মরসুমে নিজেকে নিখাদ বাঙালিয়ানায় মুড়লেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। মায়ের সাজের সঙ্গে সামঞ্জস্য রেখেই সেজে উঠল একরত্তি দুই কন্যা। লাল-সাদা ফ্রকের সঙ্গে মায়ের মতোই মানানসই ফুল চুলের ভাঁজে। ঠিক যেন ছোট্ট পরী!
দুই মেয়ের সঙ্গে উৎসবের আমেজে অভিনেত্রীও। কখনও মনের আনন্দে নাচছেন, আবার কখনও গল্পের ঝুলি খুলে বসছেন দুই মেয়ের সঙ্গে। গেয়ে উঠছেন অতিপরিচিত সেই গানের কলি… ‘ভালবাসি…ভালবাসি’। সাধে কি আর তিনি বঙ্গতনয়া!
দীপাবলির দিনে মা-মেয়েদের যুগলবন্দি বেশ নজর কাড়ল অনুরাগীদের। ভিডিয়ো পোস্ট করে কিছুটা মজার ছলেই দেবিনা লিখলেন, ‘আমি যা ভালবাসি তাই করি। কিন্তু মজার বিষয় হল, আমি যেটা করি, সেটা ওদের পছন্দ হয়।’
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy