Cliff Jumping

‘ক্লিফ জাম্প’ করতে গিয়ে জলে পড়ে মৃত্যু যুবকের

প্রায় ৫০ ফুট উচ্চতা থেকে লাফ মেরেছিলেন ওই যুবক। টাল সামলাতে না পেরে জলে পড়ে যান তিনি। পরে লেকের জলে ডুবুরি নামিয়ে তাঁর দেহ উদ্ধার করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ১৪:৫০
Share:

এমনই একটি উঁচু জায়গা থেকে লাফ মারতে গিয়ে পড়ে যান যুবক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করত গিয়ে মৃত্যু হল এক যুবকের। ‘ক্লিফ জাম্প’ করতে গিয়ে জলে পড়ে মৃত্যু হয়েছে যুবকের। ঘটনাটি আমেরিকার উটাহের জনপ্রিয় পর্যটনস্থল লেক পাওয়েলের। মৃত ৩৬ বছরের যুবক ওহায়োর বাসিন্দা। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

পাহাড়ের কিনারা থেকে লাফ মেরে জলে পড়ার এক ধরনের খেলাই হল ‘ক্লিফ জাম্প’। ওহায়োর বাসিন্দা কোরি রায়ান এহর্নশওয়েন্ডারও ওই রোমাঞ্চকর খেলায় অংশ নিয়েছিলেন। প্রায় ৫০ ফুট উচ্চতা থেকে লাফ মেরেছিলেন তিনি। টাল সামলাতে না পেরে জলে পড়ে যান ওই যুবক। এমনটাই দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

Advertisement

যুবকের খোঁজে লেকের জলে ডুবুরি নামানো হয়েছিল। পরে তাঁর দেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে মৃত্যু, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারি ভাবে জানানো হয়নি। এই ঘটনার পর ওই এলাকায় পর্যটকদের সতর্ক করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement