Hospitalized

পিতা-পুত্রের লড়াই, ধারালো অস্ত্রের কোপে জখম দু’জনই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

ডোমকল থানার বিলাসপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা সাজিদুল শেখ প্রায় দিনই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রীকে মারধর করতেন। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার বাড়ি চলে যান স্ত্রী। সেই অভিমানে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন সাজিদুল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ০১:৩৫
Share:

বাবা ও ছেলে একে অপরকে এলোপাথাড়ি কোপ মারেন। —প্রতীকী চিত্র।

মত্ত বাবার সঙ্গে ছেলের বচসা। আর সেই অশান্তি থেকেই একে অপরকে এলোপাথাড়ি কোপ মারেন। মুর্শিদাবাদের ডোমকলের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় বাবা ও ছেলে দু’জনেই ভর্তি হাসপাতালে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ডোমকল থানার বিলাসপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা সাজিদুল শেখ প্রায় দিনই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রীকে মারধর করতেন। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার বাড়ি চলে যান স্ত্রী। সেই অভিমানে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন সাজিদুল। সঙ্গে সঙ্গে বাবাকে নিয়ে হাসপাতালে আসেন ছেলে রানা। এর পর হাসপাতালের মধ্যেই বাবা ও ছেলের মধ্যে বচসা বাধে। চলে একপ্রস্ত হাতাহাতিও। তবে তার পরেও সেই অশান্তির রেশ কাটেনি।

অভিযোগ, সাজিদুল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে বাড়ি ফিরতেই ধারালো অস্ত্র বার করে ছেলের উপর চড়াও হন সাজিদুল। পাল্টা ছেলের কোপে ঘায়েল বাবাও। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ। দু’জনকেই উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাঁদের স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement