অবৈধ সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হল এক পাচারকারীকে। —নিজস্ব চিত্র।
ভারত-বাংলাদেশ সীমান্তে আবার পাচার আটকাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অবৈধ সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হল এক পাচারকারীকে। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩৬ লক্ষ ৭৩ হাজার টাকার সোনা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ১৪৬ নম্বর ব্যাটালিয়নের আওতাধীন এলাকায়। পাচারকারীর পোশাকের মধ্যে লুকানো অবস্থায় সোনার বিস্কুটগুলি রাখা ছিল বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। ধৃতকে জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া সোনা শুল্ক দফতরের আধিকারিকদের কাছে জমা দেওয়া হয়েছে।
ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩৬ লক্ষ ৭৩ হাজার টাকার সোনা। —নিজস্ব চিত্র।
বিএসএফ সূত্রে খবর, এক ব্যক্তি বাংলাদেশ থেকে ওই সোনার বিস্কুটগুলি নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। চরভদ্র সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করতেই বিএসএফের হাতে ধরা পড়েন তিনি। তাঁর চালচলন, কথাবার্তা দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের। তল্লাশি চালিয়ে তাঁর থেকে বাজেয়াপ্ত করা হয় তিনটি সোনার বিস্কুট ও একটি কয়েন। যার ভারতীয় মূল্য ৩৬ লক্ষ ৭৩ হাজার ৭৪৭ টাকা। তাঁকে গ্রেফতার করে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতের নাম নাঈম শেখ।
বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এনকে পাণ্ডে বলেন, “শীতের কুয়াশার সুযোগ নিয়ে সীমান্ত এলাকায় পাচারকারীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সীমান্তের অতিসক্রিয় জওয়ানেরা পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে দিয়ে একের পর এক গ্রেফতার ও উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয় মানুষদের সহযোগিতায় সীমান্ত এলাকা দিয়ে পাচারের ঘটনা শুন্যে নামিয়ে আনার সর্বোত্তম প্রচেষ্টা চলছে।”