Plane Accident

রানওয়েতে পাশাপাশি চলে এল দুই বিমান! লাগল ধাক্কাও, হইচই টোকিওর বিমানবন্দরে

জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে দু’টি বিমানের ধাক্কা লাগে। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বিমান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

টোকিও শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৬:৩৮
Share:

রানওয়েতে পাশাপাশি দুই বিমান। ছবি: রয়টার্স।

বিমানবন্দরের রানওয়েতে ধাক্কা লাগল দু’টি বিমানের। যার জেরে ক্ষতিগ্রস্ত হল একটি বিমানের অংশ। শনিবার ঘটনাটি ঘটেছে জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরে। এই ঘটনায় কেউ হতাহত হননি।

Advertisement

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ট্যাক্সিওয়েতে ছিল ব্যাঙ্ককগামী থাই ওয়ারওয়েজের বিমান। টেক অফের প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। সেই সময়ই সেখানে ছিল ইভা এয়ারওয়েজের অন্য একটি বিমান। দু’টি বিমানের ধাক্কা লাগে। কী ভাবে দু’টি বিমান রানওয়েতে পাশাপাশি চলে এল, তা জানা যায়নি।

Advertisement

এর ফলে ক্ষতিগ্রস্ত হয় থাই বিমানের ডানার (উইং) কিছু অং‌শ। ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানটি আর উড়তে পারেনি। ওই বিমানে ছিলেন ২৫০ জন যাত্রী এবং ১৪ জন ক্রু সদস্য। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনা নিয়ে কিছু জানাননি ইভা এয়ারওয়েজ কর্তৃপক্ষ। দুর্ঘটনার জেরে ওই বিমানবন্দরের একটি রানওয়ে সেখানকার স্থানীয় সময় সকাল ১১টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement