আরজি কর হাসপাতালের নিহত তরুণী চিকিৎসকের ফরেনসিকের রিপোর্টে মিশ্র ডিএনএর উপস্থিতি। সেই রিপোর্ট পর্যালোচনা করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। স্বভাবত কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কাদের ডিএনএ? নির্যাতিতার শরীরে এল কী ভাবে? ৮ অগস্টের রাতে কত জন ঢুকেছিলেন সেমিনার হলে? কাদের সঙ্গে খাবার খেয়েছিলেন নির্যাতিতা? নির্যাতিতার শরীরে অন্য ডিএনএ মিশল কখন, কী ভাবে? ঘটনার সময়, আগে, না কি তারপরে?