Death

কানাডা-আমেরিকা সীমান্তে ঠান্ডার বলি পরিবার ৭ দিন আগেই পৌঁছেছিল টরন্টোয়

এঁদের বাড়ি গুজরাতের কলোল এলাকার দিনগুচা গ্রামে।  ১২ জানুয়ারি তাঁরা টরন্টোয় নামেন। কয়েকদিনের মধ্যেই এই ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ২৩:২৪
Share:

জগদীশ ও তাঁর পরিবার।

কানাডা -আমেরিকা সীমান্তে মৃত একই পরিবারের চার সদস্যের পরিচয় মিলল। জগদীশ বলদেব পটেল(৩৯), তাঁর স্ত্রী বৈশালীবেন পটেল (৩৭),বিষঙ্গী জগদীশকুমার পটেল(১১), এবং ধার্মিক জগদীশকুমার পটেল (৩)। গত ১৮ জানুয়ারি কানাডার আমেরিকা সীমান্তের এমার্সনে তাঁদের দেহ উদ্ধার হয়।

Advertisement

এঁদের বাড়ি গুজরাতের কলোল এলাকার দিনগুচা গ্রামে। ১২ জানুয়ারি তাঁরা টরন্টোয় নামেন। কয়েকদিনের মধ্যেই এই ঘটনা। ১৯ জানুয়ারি দেহগুলির ময়নাতদন্ত হয়েছে।

তাতে অবশ্য প্রবল ঠান্ডায় দীর্ঘসময় থাকার কারণেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

Advertisement

কানাডা পুলিশের তরফে জানানো হয়েছে যেখানে তাঁদের দেহগুলি উদ্ধার করা হয়েছে, সেখানে বা তার আশপাশে কোনও গাড়ির চিহ্ন ছিল না। এর থেকে স্পষ্ট যে কেউ তাঁদের গাড়ি করে এনে ওখানে নামিয়ে দিয়েছিলেন।

ভারতের দূতাবাসের তরফে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে সবরকম সাহায্যের।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আমেরিকার এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। স্টিভ শ্যান্ড নামে এই ব্যক্তি মানবপাচারের সঙ্গে যুক্ত বলে সন্দেহ। তাঁকে কানাডা সীমান্ত থেকে গ্রেফতার করা হলেও তাঁর সঙ্গে এই ঘটনার য়োগ রয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement