নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। ছবি: রয়টার্স।
এর আগেও অন্তত ছ’বার যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কিন্তু প্রতি বারই কৌশলে ‘আত্মরক্ষা’ করেছিলেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক চাপে ইস্তফা দিতে হল তাঁকে। আমেরিকার সংবাদমাধ্যম জানিয়েছে, সাতটি যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত কুয়োমো মঙ্গলবার পদত্যাগ করেছেন।
একের পর এক যৌন হেনস্থার অভিযোগ ওঠায় কুয়োমোর পদত্যাগের দাবি তুলেছিলে সেনেটর এবং হাউস মেম্বাররা। এই পরিস্থিতিতে মঙ্গলবার অভিযুক্ত গভর্নর বলেন, ‘‘এখন সবচেয়ে ভাল পথ হল আমার সরে যাওয়া এবং প্রশাসনকে তার কাজ করতে দেওয়া।’’ নিউ ইয়র্ক প্রাদেশিক সরকারের তরফে জানা গিয়েছে, সাংবিধানিক বিধি মেনে কুয়োমোর ইস্তফা আগামী ১৪ দিনের মধ্যে কার্যকর হবে। এর পরে ক্ষমতা লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হোচুলের কাছে হস্তান্তর করা হবে।
যৌন হেনস্থার সপ্তম অভিযোগ সামনে আসার পরে শুক্রবার অবশ্য কুয়োমো নিজের ‘নির্দোষ’ বলে দাবি করেছিলেন। তিনি বলেন, ‘‘আমি কখনও অবাঞ্ছিত ভাবে কারও অঙ্গ স্পর্শ করিনি।’’