Varun Dhawan

স্ত্রী-মেয়ের জন্য সব থেকে বেশি খরচ করে ফেলেছেন বরুণ ধাওয়ান! কোন খাতে চলে গেল এত টাকা?

জীবনে নাকি কখনও অমিতব্যয়ী হননি বরুণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, খুব বড় কী খরচ করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১২:১৯
Share:
Bollywood actor varun dhawan reveals his most extravagant purchase which is related to his wife Natasha dalals and daughter lara

৩ জুন ২০২৪ কন্যা লারার জন্মের কথা ঘোষণা করেন বরুণ ধওয়ান ও নাতাশা দালাল। ছবি: সংগৃহীত।

ডেভিড ধাওয়ান বেশি টাকা খরচ করতেই দিতেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান। কিন্তু কেন এমন করেন বলিউডের বর্ষীয়ান পরিচালক? সে কথাও অকপটে জানিয়েছেন পুত্র। মজার ছলে বরুণের দাবি, এটা নাকি তাঁর বক্স অফিস হিটের উপর নির্ভর করে।

Advertisement

জীবনে নাকি কখনও অমিতব্যয়ী হননি বরুণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, খুব বড় কী খরচ করেছেন তিনি। খানিক ভেবেচিন্তে বরুণ জানিয়েছেন, গত বছর স্ত্রীকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন।

২০২৪ সালে বরুণ ও তাঁর স্ত্রী নাতাশা দালালের কোলে এসেছে এক কন্যাসন্তান। তার আগে স্ত্রীকে ‘বেবিমুন’-এ নিয়ে গিয়েছিলেন বরুণ। অভিনেতা বলেন, “আমরা ছুটি কাটাতে গিয়েছিলাম। সম্প্রতি আমার সন্তানের জন্মের আগে স্ত্রীকে বেড়াতে নিয়ে গিয়েছিলাম। তবে আমার মনে হয় না এতে মারাত্মক খরচ হয়েছিল।” এ কথা প্রসঙ্গেই উঠে আসে ডেভিডের কথা। বরুণ বুঝিয়ে দেন ছোটবেলা থেকে মিতব্যয়িতার শিক্ষাই তিনি পেয়েছেন। তাই বেশি খরচ করতেই পারেন না।

Advertisement

২০২৪ সালের শুরুতেই সন্তান আগমনের কথা ঘোষণা করেছিলেন বরুণ-নাতাশা। গত ৩ জুন তাঁদের কন্যা লারার জন্মের কথা ঘোষণা করেন ইনস্টাগ্রামে। ইতিমধ্যেই লারার ছ’মাস বয়স হয়ে গিয়েছে। ডিসেম্বরের শেষে মেয়েকে নিয়েই বেড়াতে গিয়েছিলেন বরুণ-নাতাশা। সে দিন বিমানবন্দরে অনেক চেষ্টা করেও দম্পতি লুকোতে পারেননি মেয়েকে। সমাজমাধ্যমে ফাঁস হয়ে যায় লারার মুখের ছবি। তা নিয়ে অবশ্য ছবিশিকারিদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন তারকা জুটির অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement