(বাঁ দিকে) পরিত্যক্ত সেই বাড়ি। এই ফ্রিজ থেকেই উদ্ধার হয়েছে হাড়গোড় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
পরিত্যক্ত বাড়ি। সেই বাড়িতেই অব্যবহৃত একটি ফ্রিজের মধ্যে প্লাস্টিকে মুড়িয়ে রাখা মানুষের খুলি এবং হাড়গোড়। কেরলের কোচিতে একটি বাড়ি থেকে মানুষের হাড়গোড় উদ্ধার হওয়ায় হুলস্থুল পড়ে গিয়েছে। কিন্তু এই খুলি এবং হাড়গোড় কার? কী ভাবেই বা পরিত্যক্ত বাড়িতে এল, তা ঘিরেই রহস্য বাড়ছে।
পুলিশ সূত্রে খবর, কোচির একেবারে শেষ প্রান্তে বাড়িটি। ১৫-২০ বছর ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়েরাও সচরাচর ওই বাড়ির কাছে যান না বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, বেশ কিছু দিন দরেই ওই বাড়িতে সন্দেহজনক ভাবে কয়েক জনকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। মালিক বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে সেটি দুষ্কৃতীদের আড্ডাক্ষেত্র হয়ে উঠেছিল বলে স্থানীয়দের দাবি। ফলে ওই বাড়ির ধারেকাছে কেউ ঘেঁষার সাহস করতেন না।
ওই বাড়িতে দুষ্কৃতীদের আনাগোনা বাড়তে থাকায় স্থানীয়েরা পুলিশে খবর দেন। সোমবার তল্লাশি অভিযানে যায় পুলিশ। তখনই বাড়ির ভিতরে রাখা একটি ফ্রিজে প্যাকেটের ভিতর থেকে খুলি এবং হাড়গোড় উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, হাড়গোড় এবং খুলি বেশ কয়েক বছর আগের। তবে কত বছর আগের তা জানতে পরীক্ষা করা হবে বলে তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন।