প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এপ্রিল মাসে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন ‘সাগরমাথা সংবাদ’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে নেপাল। ওই সম্মেলনে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানও। বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘‘আমরা আমন্ত্রণ পেয়েছি। প্রধানমন্ত্রীর সফরসূচি নির্দিষ্ট পদ্ধতি মেনে স্থির করা হয়। তিনি এই সফরে যাওয়ার সিদ্ধান্ত নিলে সে কথা ঘোষণা করা হবে।’’ সূত্রের খবর, পাকিস্তানকে সার্ক রাষ্ট্রগোষ্ঠীর প্রেসিডেন্ট করে ওই রাষ্ট্রগোষ্ঠীর কাজকর্ম ফের চালু করার চেষ্টা চালাচ্ছে নেপাল। এর পিছনে চিনের মদত থাকতে পারে বলে মনে করছে দিল্লি। পাশাপাশি ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার আগ্রহও প্রকাশ করেছে তারা। কিন্তু ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, ‘একটি’ বাদে সার্কের সব সদস্য দেশের সঙ্গেই ভারতের সুসম্পর্ক রয়েছে। কিন্তু সার্কের মূল উদ্দেশ্য হল অর্থনৈতিক সহযোগিতা। যখন কোনও সদস্য দেশ আন্তঃসীমান্ত সন্ত্রাসে মদত দেয় তখন কোনও সহযোগিতাই চলতে পারে না।