Covid 19

Covid in Children: শিশু আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী, আমেরিকায় কোভিডে আক্রান্ত ৭২ লক্ষ, দাবি রিপোর্টে

দেশে যত জন কোভিড আক্রান্ত হয়েছে তার মধ্যে ১৭.২ শতাংশ শিশু। প্রতি এক লক্ষ শিশুর মধ্যে ন’হাজার ৫৬২ জন আক্রান্ত হয়েছে। 

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৪:২৫
Share:

গত সপ্তাহেই এক লক্ষ ৬৪ হাজার শিশুর কোভিড ধরা পড়েছে। ছবি: রয়টার্স।

কোভিড সংক্রমণের শুরু থেকে আমেরিকায় এ পর্যন্ত প্রায় ৭২ লক্ষ শিশু আক্রান্ত হয়েছে এই অতিমারিতে। সোমবার এক সমীক্ষায় এ কথা জানিয়েছে আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক‌্‌স (এএপি) এবং চিলড্রেন’স হসপিটাল অ্যাসোসিয়েশন (সিএইচএ)।

এএপি এবং সিএইচএ-র সমীক্ষা বলছে, ৯ ডিসেম্বর পর্যন্ত ৭১ লক্ষ ৯৬ হাজার ৯০১ জন শিশু কোভিডে আক্রান্ত হয়েছে। দেশে যত জন কোভিড আক্রান্ত হয়েছে তার মধ্যে ১৭.২ শতাংশ শিশু। প্রতি এক লক্ষ শিশুর মধ্যে ন’হাজার ৫৬২ জন আক্রান্ত হয়েছে।

Advertisement

গত সপ্তাহেই এক লক্ষ ৬৪ হাজার শিশুর কোভিড ধরা পড়েছে। দেখা যাচ্ছে, এ ক্ষেত্রে ২৪ শতাংশ সংক্রমণ বেড়েছে। টানা ১৮ সপ্তাহ ধরে আমেরিকায় এক লক্ষেরও বেশি শিশু সংক্রমিত হয়েছে বলে সমীক্ষায় উঠে এসেছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত ২১ লক্ষ শিশু সংক্রমিত হয়েছে।

কোভিডের কারণে শিশুরা গুরুতর অসুস্থ হচ্ছে, এমন বিষয় এখনও পর্যন্ত খুব একটা দেখা যায়নি বলে দাবি এএপি-র। তবে কোভিড শিশুদের স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদি কী প্রভাব ফেলছে তা নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা চলছে বলে জানিয়েছে এএপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement