Google

Google: কোভিড টিকা না নিলে বন্ধ হবে বেতন, যেতে পারে চাকরিও, কর্মীদের বার্তা দিল গুগল

১৮ জানুয়ারির মধ্যে যে সব কর্মী কোভিড টিকার নিয়ম অনুসরণ করবেন না তাঁদের ৩০ দিনের জন্য সবতেন ছুটিতে পাঠানো হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১১:৪৮
Share:

প্রতীকী ছবি।

কোভিড টিকা না নিলে, এমনকি টিকা সংক্রান্ত নিয়ম অনুসরণ না করলে বেতন কেটে নেওয়া হবে। খোয়াতে হতে পারে চাকরিও। কর্মীদের এমনই হুঁশিয়ারি বার্তা দিল গুগল। সম্প্রতি সিএনবিসি-র একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুগল জানিয়েছে ৩ ডিসেম্বর পর্যন্ত টিকার সমস্ত নথি প্রমাণ-সহ দাখিল করতে হবে। তার পরের তারিখের কোনও নথি জমা নেওয়া হবে না। যাঁরা ওই সময়ের মধ্যে নথি দেখাতে পারেননি তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করবে সংস্থা।

Advertisement

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৮ জানুয়ারির মধ্যে যে সব কর্মী কোভিড টিকার নিয়ম অনুসরণ করবেন না তাঁদের ৩০ দিনের জন্য সবতেন ছুটিতে পাঠানো হবে। তার পর ৬ মাসের জন্য বেতনহীন ছুটিতে পাঠানো হবে। এমনকি চাকরিও হারাতে পারেন তাঁরা। যদিও এই বিষয়টি প্রকাশ্যে আসার পর গুগলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement