Crime

ফেসবুকে প্রেমের ফাঁদ! যুবকের থেকে ৮০ লক্ষ টাকা হাতিয়ে ‘বেপাত্তা’ তরুণী

তরুণীর প্রেমে অন্ধ ছিলেন যুবক। তাই তরুণীর কথা মতো তাঁকে কয়েক লক্ষ টাকা দেন যুবক। টাকা পাওয়ার পরই ওই তরুণী বেপাত্তা হয়ে যান বলে অভিযোগ।

Advertisement

সংবাদ সংস্থা

ঢাকা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১২:২০
Share:

গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তরুণীকে। প্রতীকী ছবি।

ফেসবুকে এক তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল এক যুবকের। পরে সেই পরিচিতি প্রেমে গড়ায়। বিয়ের সিদ্ধান্তও নেন তাঁরা। তরুণীর প্রেমে অন্ধ ছিলেন যুবক। তাই তরুণীর কথা মতো তাঁকে কয়েক লক্ষ টাকা দেন যুবক। টাকা পাওয়ার পরই ‘বেপাত্তা’ হয়ে যান তরুণী। লক্ষাধিক টাকা খুইয়ে থানার দ্বারস্থ হয়েছেন যুবক। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও থানা এলাকায়।

Advertisement

বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর তেজগাঁও থানায় প্রতারণার মামলা দায়ের করেন ওই যুবক। অভিযোগ, ফেসবুকে এক তরুণীর সঙ্গে আলাপ হয়। অল্প দিনের আলাপেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্পর্কে যাওয়ার পর নানা কারণে যুবকের থেকে মোট ৮০ লক্ষ টাকা নেন তরুণী। তার পরই যুবকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তরুণী। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে থানার দ্বারস্থ হন ওই যুবক।

অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। অভিযুক্ত পুষ্পা আক্তার ওরফে আবিরা জাহান কলিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, এই ঘটনার নেপথ্যে একটি চক্র রয়েছে। ওই চক্রের হোতা সুজন তালুকদার ওরফে শাওন নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের থেকে দু’টি ফোন উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

এই ঘটনা প্রসঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার আশরাফউল্লাহ প্রথম আলোকে জানিয়েছেন, মহিলাদের নামে একাধিক ভুয়ো ফেসবুক প্রোফাইল খোলেন সুজন। তাঁর কথা মতোই পুষ্পা বিভিন্ন যুবকের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে টাকা হাতাতেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement