Saswata Chatterjee-Mithun Chakraborty

মিঠুনের বাড়িতে নৈশভোজে শাশ্বত, দুই অভিনেতা কি কোনও ছবিতে জুটি বাঁধছেন?

মুম্বইয়ে একসঙ্গে সময় কাটাচ্ছেন মিঠুন চক্রবর্তী এবং শাশ্বত চট্টোপাধ্যায়। মিঠুনের বাড়িতেই নৈশভোজের গল্প শোনালেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬
Share:

(বাঁ দিক থেকে) শাশ্বত চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী এবং নমশি চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

এক ফ্রেমে মিঠুন চক্রবর্তী এবং শাশ্বত চট্টোপাধ্যায়। গত বছরে বিনোদন দুনিয়ার দুই চর্চিত ব্যক্তিত্ব একসঙ্গে— দেখার পরেই টলিপাড়ায় গুঞ্জন জোরালো হয়েছে। দুই অভিনেতা কি একসঙ্গে কাজ করতে চলেছেন, প্রশ্ন উঁকি দিচ্ছে অনেকের মনে।

Advertisement

রবিবার সকালে শাশ্বত সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে মিঠুনের সঙ্গে তাঁকে। সঙ্গে রয়েছেন মিঠুন পুত্র নমশি চক্রবর্তী। সঙ্গে শাশ্বত লেখেন, ‘বাঘ এবং বাঘের বাচ্চা’। গত সপ্তাহে মুম্বইয়ে ছিলেন শাশ্বত। শুটিংয়ের কাজে ব্যস্ত, তারই মাঝে মিঠুনের তরফে আসে নৈশভোজের আমন্ত্রণ। আনন্দবাজার অনলাইনের তরফে শাশ্বতের সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেতা বলেন, ‘‘মিঠুনদার বাড়ির খুব কাছেই শুটিং চলছিল। তাই দাদা একদিন চলে আসতে বলেন।’’

মিঠুনের সঙ্গে যেমন শাশ্বতের যোগাযোগ রয়েছে, তেমনই রয়েছে নমশির সঙ্গেও। কারণ নমশির প্রথম ছবি ‘ব্যাড বয়’তে অভিনয় করেছিলেন শাশ্বত। অভিনেতা বললেন, ‘‘ওর সঙ্গে তো হোয়াট্‌সঅ্যাপে নিয়মিত যোগাযোগ রয়েছেই। ভাল লাগল, মিঠুনদার বাড়িতে যোগিতাবৌদিও ছিলেন। মিমো এবং ওর স্ত্রী ছিলেন। অনেক দিন পর সকলে মিলে আড্ডা দিলাম।’’

Advertisement

গত বছর ‘শাস্ত্রী’ ছবিতে মিঠুন এবং শাশ্বতকে দেখেছিলেন দর্শক। মুম্বইয়ে দু’জন কি নতুন কোনও শুটিং করছেন? প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও, বিষয়টা এড়িয়েও যাননি শাশ্বত। অভিনেতার কথায়, ‘‘নির্মাতাদের অনুমতি ছাড়া আমি এই নিয়ে কোনও কথা বলতে পারি না।’’ বলিউডে সম্প্রতি ‘খাকি ২’ ওয়েব সিরিজ়ের ডাবিং শেষ করেছেন শাশ্বত। নতুন বছরে মিঠুনের সঙ্গে তাঁকে নতুন কোনও কাজে দেখা যাবে কি না, তার উত্তর সময়েই পাওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement