Murder

কাকার বন্ধুর কাছে ২০ টাকা চেয়েছিল ৯ বছরের বালক! রাগে গলা টিপে খুন ডেলিভারি বয়ের

পুলিশ জানিয়েছে, নিহতের কাকা অভিযুক্তের প্রতিবেশী ছিলেন। সেই সূত্রেই অঙ্কিতের থেকে ২০ টাকা চেয়েছিল সে। অভিযোগ, সে সময় মত্ত অবস্থায় ছিলেন অঙ্কিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৬:২৮
Share:

নালা থেকে উদ্ধার হয়েছে বালকের দেহ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

খাবার কেনার জন্য ২০ টাকা চেয়েছিল ন’বছরের বালক। রেগে গিয়ে তাকে খুনের অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, খুনের পরে তার দেহ প্লাস্টিকের ব্যাগে ভরে বাড়ির সামনে নালায় ফেলে দেন ২৯ বছরের যুবক অঙ্কিত জৈন। উত্তরপ্রদেশের মেরঠের ঘটনা। শেষ পর্যন্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ আরও জানিয়েছে, ২৮ ডিসেম্বর এই ঘটনা ঘটে। অঙ্কিত যে ডেলিভারি সংস্থার হয়ে কাজ করতেন, তাদের একটি প্লাস্টিক ব্যাগে ভরেছিলেন বালকের দেহ। যাতে কারও সন্দেহ না হয়, তাই তিনি এই কাজ করেছিলেন বলে পুলিশের অনুমান। শেষে দেহটি নালায় ফেলে দেন। ওই বালক বাড়ি না ফেরায় তার পরিজনেরা থানায় অভিযোগ করেন। ৮ জানুয়ারি তার দেহ উদ্ধার হয়। মেরঠের পুলিশ সুপার আয়ুষবিক্রম সিংহ জানিয়েছেন, ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখানে নালার পাশে ওই প্লাস্টিকের ব্যাগটি পড়ে থাকতে দেখে পুলিশ। তা থেকে সন্দেহ হয়। শেষ পর্যন্ত শুক্রবার গ্রেফতার করা হয়েছে অঙ্কিতকে।

পুলিশ জানিয়েছে, নিহতের কাকা অভিযুক্তের প্রতিবেশী ছিলেন। সেই সূত্রেই অঙ্কিতের থেকে ২০ টাকা চেয়েছিল সে। অভিযোগ, সে সময় মত্ত অবস্থায় ছিলেন অঙ্কিত। প্রথমে টাকা দিতে অস্বীকার করেন। এর পরেও শিশুটি বার বার টাকা চাইলে রেগে গিয়ে সপাটে একটি চড় কষান। শেষে গলা টিপে খুন করেন। পুলিশ সুপার আরও জানান, অঙ্কিত এর পরে প্লাস্টিকের ব্যাগে শিশুটির দেহ ভরে নিজের বাড়ি থেকে ৭০০ মিটার দূরে নিয়ে যান। সেখানে ব্যাগ থেকে দেহ বার করে নালায় ফেলে দেন। তার পাশেই ফেলে রাখেন ব্যাগটিও। সেই ব্যাগের সূত্র ধরেই শেষ পর্যন্ত অঙ্কিতকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement