আরও একটি দৃষ্টিভ্রম নিয়ে হইচই নেটমাধ্যমে। উপরে ছবিতে কালো পোশাক পরা ওই ব্যক্তি কোথায় ঝাঁপ দিচ্ছেন? আকাশে? ছবি দেখে তো তাই মনে হচ্ছে। নেটাগরিকরাও সটান তাই উত্তর দিচ্ছেন। আসলে তা নয়। একেই তো বলে দৃষ্টিবিভ্রম বা অপটিক্যাল ইলিউশন। এক আলোর খেলা। প্রথম দেখায় আপনি যা ভাবছেন, আসলে তা নয়। অন্য কিছু।
ইন্টারনেটে এই ধরনের ছবি অজস্র রয়েছে। মাঝে মাঝেই সেসব ভাইরাল হয়। মানুষের মস্তিষ্ককে মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। এ বারেও তাই ঘটল। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, এক যুবক পাহাড়ে খাদের কিনারায় দাঁড়িয়ে ব্ল্যাকফ্লিপ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। দেখে মনে হবে, পাহাড়টা এতটাই উঁচু যে সেটা মেঘ ভেদ করে উপরে উঠে এসেছে। এবং ওই যুবকটিও যেন আকাশেই ব্যাকফ্লিপ দিচ্ছেন। অন্তত তাঁর মাটিতে নেমে না আসা পর্যন্ত নেটাগরিকদের একাংশ তাই ভেবেছেন। ব্যাকফ্লিপ দেওয়ার পর যে মুহূর্তে কালো পোশাক পরা ওই যুবক তল স্পর্শ করলেন, দেখা গেল তিনি আসলে জলে ঝাঁপ দিয়েছেন। জলরাশি এতটাই শান্ত এবং স্বচ্ছ ছিল যে অত্যন্ত নিঁখুত ভাবে আকাশের মেঘ জলে প্রতিফলিত হয়েছে।
শুরুতে অনেকেই ভেবেছিলেন, এটা হয়তো কোনও ভিডিও গেম। কিন্তু পরে জানা যায়, জার্মানির একটি পাহাড় থেকে বিখ্যাত আল্পসি হ্রদে ঝাঁপ দিয়েছেন ওই ব্যক্তি। সেই মুহূর্তের একটি ভিডিয়োই এখন ভাইরাল নেটমাধ্যমে।