নাগরিকত্ব বিলের বিরোধিতা ইমরানের

রাজনৈতিক শিবিরের মতে, এই বিল নিয়ে যে পাকিস্তানের দিক থেকে প্রতিক্রিয়া আসবে, তা আদৌ অজানা ছিল না সাউথ ব্লকের। শাসক দল বিজেপির কাছে ইমরানের এই আক্রমণ তাই খুব একটা অনভিপ্রেত নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ০১:৫৮
Share:

ইমরান খান।

লোকসভায় পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগ, ‘‘এই আইন সমস্ত আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিকে লঙ্ঘন করছে। এটি সঙ্ঘের হিন্দু রাষ্ট্র গড়ার একটি পদক্ষেপ। আঞ্চলিক আগ্রাসনের অংশও বটে।’’

Advertisement

রাজনৈতিক শিবিরের মতে, এই বিল নিয়ে যে পাকিস্তানের দিক থেকে প্রতিক্রিয়া আসবে, তা আদৌ অজানা ছিল না সাউথ ব্লকের। শাসক দল বিজেপির কাছে ইমরানের এই আক্রমণ তাই খুব একটা অনভিপ্রেত নয়। বিরোধী রাজনৈতিক সূত্রের মতে, এর ফলে পাক-বিরোধিতা জোরদার করে হিন্দু জাতীয়তাবাদের বাতাস আরও জোরালো করা সম্ভব হবে মোদী সরকারের পক্ষে। সরকারি ভাবে ইমরানের এই মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া না-দেওয়া হলেও, রাজনৈতিক স্তরে এর মোকাবিলা করেছে বিজেপি। দলের মুখপাত্র জি ভি এল নরসিংহ রাও বলেছেন, ‘‘ইমরান খানের ভারতীয় আইন নিয়ে মন্তব্য করাটা প্রবল ভাবে অনধিকার চর্চার শামিল। ভারত তার দেশের সংখ্যালঘুদের সুরক্ষিত রাখতে সক্ষম। কিন্তু ইমরান সেই কাজে তাঁর দেশে ব্যর্থ।’’ এর পরেই কটাক্ষ করে বিজেপি মুখপাত্র বলেছেন, ‘‘৩৭০, নাগরিকত্ব সংশোধনী বিল— ইত্যাদি বিষয়ে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের মতবাদের সঙ্গে কংগ্রেসের মতামতের খুব মিল। মনে হচ্ছে, তেহরিক-ই-ইনসাফ এ বার ইউপিএ-র নতুন জোটসঙ্গী হতে চলেছে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement