পাসপোর্টের পুলিশি যাচাই নিয়ে থানার ওসিদের নির্দেশ দিলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। —প্রতীকী চিত্র।
ভুয়ো পাসপোর্ট নিয়ে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে লালবাজার। এ বার পাসপোর্টের
পুলিশি যাচাই নিয়ে থানার ওসিদের নির্দেশ দিলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। শনিবার কলকাতা পুলিশের মাসিক অপরাধ দমন বৈঠকে নগরপালের নির্দেশ, পাসপোর্টের আবেদনপত্র যাচাই করে জমা নেওয়ার আগে তা নিয়ে থানায় যিনি পাসপোর্টের
দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার, তাঁর সঙ্গে কথা বলতে হবে ওসিদের। সূত্রের খবর, বর্তমানে পাসপোর্টের আবেদন করার পরে আবেদনকারী অতীতে কোনও অপরাধমূলক কাজে লিপ্ত ছিলেন কিনা অথবা তাঁর জন্ম তারিখ ঠিক আছে কিনা, তা খতিয়ে দেখে পুলিশ। এ বার তারই সঙ্গে ভিন্ রাজ্যে আবেদনকারীর নামে কোনও দুষ্কর্মের অভিযোগ আছে কিনা, সেটাও দেখতে বলা হয়েছে। এর জন্য সব থানাকে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
পাসপোর্ট হারিয়ে গেলে যে জেনারেল ডায়েরি করা হয়ে থাকে, সেটি নিয়েও ওসিদের
সতর্ক করেছেন নগরপাল। এক পুলিশকর্তা জানান, আবেদনকারীর ঠিকানা যাচাইয়ের পাশাপাশি পুলিশের ভূমিকায় যাতে আদালতে কোনও প্রশ্ন না ওঠে, তা নিশ্চিত করতে বলা হয়েছে এ দিনের বৈঠকে। পাসপোর্ট যাচাই সংক্রান্ত যাবতীয় নথি তালিকাবদ্ধ (ডকুমেন্টেড) করতে বলা হয়েছে। সেই সঙ্গে পাসপোর্ট যাচাইয়ের সামগ্রিক প্রক্রিয়া ভাল ভাবে খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে সহকারী নগরপাল এবং ডিভিশনাল উপ-নগরপালদের।
সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের অবৈধ ভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করিয়ে ভুয়ো নথি দিয়ে তাঁদের পাসপোর্ট বানিয়ে বিদেশে পাঠানোর অভিযোগ উঠেছে। তদন্তে নেমে এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। এই চক্রে ডাকঘরের কর্মীদের একাংশের যোগসাজশের পাশাপাশি পাসপোর্টের পুলিশি যাচাই পদ্ধতি নিয়েও উঠেছে প্রশ্ন। অভিযোগ, আবেদনকারীর উল্লেখ করা ঠিকানায় পুলিশ সশরীরে হাজির না হয়েই পাসপোর্ট যাচাইয়ের রিপোর্ট দিয়েছে। যার ফলে বিনা বাধায় ভুয়ো তথ্য দিয়ে পাসপোর্ট বানিয়ে বিদেশে চলে গিয়েছেন বহু বাংলাদেশি। পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে সম্প্রতি তদন্তকারী অফিসারও আদালতের প্রশ্নের মুখে পড়েছেন।
গত মাসে কসবায় শাসকদলের এক পুরপ্রতিনিধিকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল
কয়েক জনের বিরুদ্ধে। সেই ঘটনায় পুলিশ দেখেছিল, এক অভিযুক্ত বেআইনি ভাবে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে বিদেশে পালিয়ে গিয়েছে। এ দিনের বৈঠকে নগরপাল সেই প্রসঙ্গও উত্থাপন করেছেন।
পুলিশ সূত্রের খবর, পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে বেশ কিছু নতুন বিধিনিষেধ তৈরির চেষ্টা চালাচ্ছে লালবাজার। এই প্রসঙ্গে নগরপাল বলেন, ‘‘পাসপোর্ট যাচাই পদ্ধতি আরও নিখুঁত করতে পাসপোর্ট আধিকারিকদের সঙ্গে আমরা বৈঠক করেছি। বিদেশ মন্ত্রকের নিয়মাবলী নিয়েও কথা হয়েছে। পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে ভুল-ভ্রান্তি সংশোধন করতে পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে।’’