বালককে উদ্ধারের কাজ চলছে। ছবি: সংগৃহীত।
এক সপ্তাহ হয়ে গেলেও রাজস্থানের কোটপুতলির তিন বছরের শিশু চেতনাকে এখনও উদ্ধার করা যায়নি। তার মধ্যেই মধ্যপ্রদেশে এক বালকের কুয়োয় পড়ে যাওয়ার খবর প্রকাশ্যে এল। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রাজ্যের গুনা জেলার রাঘোগড়ের পিপলিয়া গ্রামে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বাড়ির কাছেই একটি কুয়োয় পা ফস্কে পড়ে যায় বছর দশেকের সুমিত। জানা গিয়েছে, কুয়োটি ১৪০ ফুট গভীর। কুয়োয় পড়ে যাওয়ার খবর পেয়েই দ্রুত সেখানে আসেন গুনার জেলাশাসক, পুলিশ। ঘটনাস্থলে আসে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকারীরা জানিয়েছেন, কুয়োর ৪০ ফুট গভীরে আটকে রয়েছে ওই বালক।
ঘটনার পর থেকেই সেখানে রয়েছেন রাঘোগড়ের বিধায়ক জয়বর্ধন সিংহ। রয়েছেন জেলাশাসক সত্যেন্দ্র সিংহ। তাঁরা পুরো পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন। প্রশাসন সূত্রে খবর, কুয়োর সমান্তরালে ২৫ ফুটের একটি গর্ত খোঁড়া হয়েছে। সেখান থেকে ওই বালককে বার করার চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে। তবে বালক যাতে সুস্থ থাকে তার জন্য অক্সিজেন পাঠানো হচ্ছে কুয়োর ভিতরে। পরিবার সূত্রে খবর, বাড়ির কাছেই খেলছিল সুমিত। পাশেই একটি খোলামুখ কুয়ো রয়েছে। হঠাৎ সুমিতের কোনও সাড়াশব্দ না পেয়ে তাঁদের সন্দেহ হয়। তখনই কুয়োর ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পান তাঁরা। কুয়োয় পড়ার খবর পেয়ে প্রথমে পুলিশ আসে। স্থানীয়দের সাহায্যে সুমিতকে উদ্ধারের চেষ্টা হয়। কিন্তু তা বিফলে যায়। তার পরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়।
গত সোমবার রাজস্থানের কোটপুতলিতে বছর তিনেকের শিশু চেতনা ৭০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায়। এক সপ্তাহ হয়ে গেলেও তাকে উদ্ধার করা যায়নি। সময় যত গড়াচ্ছে আশঙ্কা ততই বাড়ছে। যদিও কুয়োর সমান্তরালে ১৭০ ফুট গর্ত খুঁড়ে শনিবার উদ্ধারকারী দল নীচে নামার কাজ শুরু করেছে। তবে শিশুটিকে কখন উদ্ধার সম্ভব হবে তা নিয়ে প্রশাসন কিছু বলতে পারেনি।