Accident

উল্টো দিকে থেকে ছুটে এসে গাড়িতে ধাক্কা ট্রাকের, বিয়ের আগের রাতে মৃত্যু বরের, প্রাণ গেল ভাইয়েরও

অভিযুক্ত ট্রাকচালক এখনও ধরা পড়েননি। ঘাতক ট্রাকে এক জন যাত্রী ছিলেন। তিনিও আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৪ ১৭:৫৫
Share:

প্রতীকী ছবি।

এক দিন পরেই বিয়ে। রাতে বন্ধুদের সঙ্গে পার্টি সেরে ফিরছিলেন হবু বর। গাড়িতে পাশে ছিলেন তুতো ভাই। আচমকাই উল্টো দিক থেকে ছুটে এল ট্রাক। মুখোমুখি সংঘর্ষ হল গাড়ির সঙ্গে। তাতে গুরুতর আহত হলেন দুই ভাই। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু, চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। আমেরিকার ম্যানহাটনের ঘটনা। অভিযুক্ত ট্রাকচালক এখনও ধরা পড়েননি। ঘাতক ট্রাকে এক জন যাত্রী ছিলেন। তিনিও আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কার্ক ওয়াকার। তাঁর বয়স ৩৮ বছর। আগের পক্ষের তিন সন্তান রয়েছে তাঁর। দুর্ঘটনায় নিহত তাঁর তুতো ভাইয়ের নাম রব ম্যাকলরিন। তাঁর বয়স ৪০ বছর। রবিবার নিউ জার্সির গারফিল্ডে ধুমধাম করে বিয়ে হওয়ার কথা ছিল কার্কের। শনিবারের দু্র্ঘটনায় মৃত্যু হয় তাঁর। কার্কের হবু স্ত্রী শন্টিয়া উইভার বলেন, ‘‘আমার এখন বিয়ের পোশাকে থাকার কথা। এখনও বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে, কোনও টিভি শো দেখছি।’’

শন্টিয়া জানিয়েছেন, কার্কের মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর প্রথম পক্ষের তিন সন্তান। দুই ভাই মিলে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা খুলেছিলেন। অভিযুক্ত চালককে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন শন্টিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement