কুমিরের কামড়ে মৃত্যু বৃদ্ধার। ছবি: সংগৃহীত।
হাঁটতে বেরিয়েছিলেন অশীতিপর বৃদ্ধা। বাড়ির সামনেই বাঁধানো বিশাল পুকুরের ধারে হাঁটতে হাঁটতে কোনও ভাবে পা ফসকান তিনি। পড়েন সোজা পুকুরে। সাঁতরে উঠে আসছিলেন। তখনই ঘটল ভয়াবহ ঘটনা। দুই বিশালাকার কুমির বৃদ্ধাকে টেনে নিয়ে যায় পকুরের মাঝখানে। বেশ কিছু ক্ষণ ধস্তাধস্তির পর পুকুরেই প্রাণ গেল বৃদ্ধার। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়।
একটি বিবৃত্তিতে প্রশাসন জানিয়েছে, জলে পড়ার পর বৃদ্ধাকে টেনে নিয়ে যায় দুটো কুমির। অবশেষে তাঁর মৃত্যু হয়।এই ঘটনার পর ফ্লোরিডা মৎস্য এবং বণ্যপ্রাণী সংরক্ষণ কমিশনের তরফে ওই কুমির দুটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওই দফতর জানায়, গত ১০ বছরে কুমিরের কামড়ে অনেকে আক্রান্ত হয়েছেন অনেকে। কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেনি।