—ফাইল চিত্র।
টম্যাটো সস জামায় পরলে তার দাগ তোলা কঠিন হতে পারে। কিন্তু সস নিজে বহু দাগ তুলতে সাহায্য করে। জেনে নিন ঘরের জিনিসপত্র পরিষ্কার রাখতে কী ভাবে সাহায্য করে সস।
অ্যালুমিনিয়ামের সসপ্যান
রান্না করতে গিয়ে সসপ্যানে তরকারি পুড়ে যাওয়ার ঘটনা আকছার ঘটে। তার পরে সেই পোড়া দাগ তুলতে ঘাম ছুটে যায়। পুড়ো যাওয়া সসপ্যানের পোড়া দাগ দূর করতে কাজে লাগতে পারে সস। সসপ্যানের পোড়া অংশে সস মাখিয়ে রাখুন। ৩-৪ ঘণ্টা পর ওই জায়গাটি স্ক্রাবার দিয়ে ভাল করে ঘষে নিলেই উঠে যাবে পোড়ার দাগ।
জলের দাগ
স্নানঘরের কলে জলের ছোপ পড়লে দেখতে খারাপ লাগে। বিশেষ করে বাড়িতে অতিথি এলে, পরিষ্কার পরিচ্ছন্ন স্নানঘরে যদি অমন জলের দাগ ধরা কল দেখতে পান, তবে অস্বস্তির একশেষ। সমস্যার সমাধান হতে পারে সস দিতেই। কলে জলের দাগ লাগা অংশে খানিকটা সস লাগিয়ে দিন। তার পর জলে লেবুর জল, ভিনিগার, বেকিং সোডা, নুনের মিশ্রণে শক্ত স্ক্রাবার ডুবিয়ে ট্যাপের মুখটি ঘষে নিন। ময়লা উঠে যাবে।
রূপোর গয়না
বাতাসের আর্দ্রতা, ধুলো-বালি, ঘামের কারণে রূপোর গয়না অনেক সময় কালো হয়ে যায়। সেই কালচে ভাব দূর করতে পারেন ঘরোয়া উপায়েই। ব্রাশ দিয়ে গয়নায় কিছুটা সস মাখিয়ে নিন। ৩-৪ ঘণ্টা রেখে দিন। তার পর ব্রাশ দিয়ে ঘষে নিলেই উঠে যাবে গয়নার কালো দাগ। তবে ব্রাশটি যদি লেবুর রসে ভিজিয়ে নিতে পারেন, তা হলে বেশি উপকার পাবেন।