এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
দিনকয়েক আগে এক ‘বন্ধু’র সঙ্গে হোটেলে উঠেছিলেন। তার পর থেকে খোঁজ মেলেনি তাঁর। এর মাঝে রেললাইনে সেই ‘বন্ধু’র দেহ পাওয়া যায়। এ বার সেই হোটেলেরই বন্ধ ঘর থেকে উদ্ধার হল নিখোঁজ তরুণীর দেহ।
রবিবার দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার গুরুগ্রামের কাছে রেললাইন থেকে সঙ্গী ২৩ বছর বয়সি তরুণের দেহ উদ্ধার হয়। এ বার হোটেলের ঘরে ২২ বছরের ওই তরুণীরও দেহ মিলেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই তরুণ আত্মহত্যা করেছেন। তবে কী ভাবে তরুণীর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। দু’টি দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বহির্দিল্লির অতিরিক্ত ডেপুটি কমিশনার অমিত বর্মা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, গত ১৪ ডিসেম্বর মঙ্গলপুরী এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তরুণী। তার পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি তাঁর। গত ১৬ ডিসেম্বর রাজ পার্ক থানায় তরুণীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। তদন্তে নেমে জানা যায়, চলতি সপ্তাহের শুরুতে পরিচিত এক তরুণের সঙ্গে দিল্লির পশ্চিম বিহার এলাকার একটি হোটেলে উঠেছিলেন ওই তরুণী। সেখানেই বন্ধ ঘর থেকে তাঁর দেহ মিলেছে। তবে কী ঘটেছিল হোটেলর ঘরে, কী ভাবে ওই দু’জনের মৃত্যু হল, সে সব জানতে এখনও তদন্ত চলছে।