মহাকুম্ভে পুণ্যস্থান। —ফাইল চিত্র।
মহাকুম্ভের সময় মেলা এবং সংলগ্ন এলাকাকে মশামুক্ত রাখতে চাইছে উত্তরপ্রদেশ সরকার। সেই লক্ষ্যে বিশেষ ধোঁয়া ব্যবহার করতে চলেছে সে রাজ্যের স্বাস্থ্য দফতর।
রবিবার সরকারি আধিকারিকেরা জানিয়েছেন, কোথাও মশা, মাছি কিংবা অন্য কীটপতঙ্গের উপদ্রব বাড়লেই দ্রুত সেখানে পৌঁছে যাবে বিশেষ যন্ত্র। তার পর কীটনাশক দেওয়া কৃত্রিম ধোঁয়া মাত্র ৩০ মিনিটের মধ্যে মশা, মাছি মেরে ফেলবে বলে দাবি করা হয়েছে। যোগী আদিত্যনাথের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কীটপতঙ্গের আনাগোনা কমাতে ইতিমধ্যেই ১১০টি বড় যন্ত্র এবং ১০৭টি ছোট যন্ত্রকে প্রস্তুত রাখা হয়েছে।
মহাকুম্ভের যুগ্ম নোডাল ডিরেক্টর ভিপি সিংহ এই প্রসঙ্গে জানিয়েছেন, কীটপতঙ্গ মারা ছাড়াও যন্ত্রগুলি সার্বিক ভাবে মহাকুম্ভ এলাকার পরিচ্ছন্নতা রক্ষা করে চলবে। যথাযথ ভাবে এলাকা পরিচ্ছন্ন থাকছে কি না, তা দেখভাল করার জন্য থাকবেন ৭৮ জন সরকারি আধিকারিক। ম্যালেরিয়ার প্রাদুর্ভাব রুখতে সাধুসন্তদের আখড়াও পরিদর্শন করবেন ওই আধিকারিকেরা।
আগামী ১৩ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পূর্ণকুম্ভ মেলা আয়োজিত হবে। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রসঙ্গত, প্রতি ৬ বছর অন্তর কুম্ভ মেলা আয়োজিত হয়। আর ১২ বছর অন্তর মহাকুম্ভ মেলা। এই মেলায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্ত, সাধারণ মানুষ হাজির হন। এই মেলার আয়োজন ঘিরে ইতিমধ্যেই সাজ সাজ রব পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে। প্রস্তুতি খতিয়ে দেখতে প্রয়াগরাজে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।