rape

Sexual Assault: শ্যুটিং চলাকালীন সেটে বন্দুকবাজের দল, আট মহিলাকে ধর্ষণ করে চালাল লুটপাট!

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমে ক্রুগারসডর্পের নামে এক শহরে বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ০৮:৪৩
Share:

প্রতীকী ছবি।

মিউজিক ভিডিয়োর শ্যুট চলছিল। তার মাঝেই সেটে ঢুকে পড়ে আট জন মহিলা কুশীলবকে ধর্ষণ করল বন্দুকবাজের দল। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমে ক্রুগারসডর্পের নামে এক শহরে বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে।

Advertisement

এই ঘটনায় ২০ সন্দেহভাজনের মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্যুটিংয়ের দল ওই জায়গায় সেট তৈরি করছিল। সেই সময়ই সেখানে বন্দুকবাজের দল হামলা চালায়। ঘটনাস্থলে উপস্থিত শ্যুটিং দলের সদস্যদের নিরাবরণ করে তাঁদের সমস্ত জিনিস কেড়েও নেওয়া হয়। এর পর বন্দুকবাজরা আট মহিলাকে ধর্ষণ করে। এমনকি এক জন মহিলাকে ১০ জন এবং অন্য এক মহিলাকে ৮ জন মিলে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। ওই মহিলাদের সকলের বয়সই ১৮ থেকে ৩৫-এর মধ্যে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

অভিযুক্তেরা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা নন বলেই পুলিশ মনে করছে। পুলিশের দাবি, দুষ্কৃতীরা অবৈধ খনি উত্তোলনের সঙ্গে জড়িত এবং দেশের বাইরে থেকে এসেছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অপরাধীদের গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement