Tourism

যৎকিঞ্চিৎ

১৯৬২, ১৯৭১, এমনকি ১৯৯৯-এর কার্গিল যুদ্ধের বিভিন্ন এলাকা, গলওয়ান থেকে ডোকলাম, এমনকি সিয়াচেনের বেস ক্যাম্পও পর্যটনের আওতায়।

Advertisement
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ০৪:৫৮
Share:

এত দিন যা ছিল শুধু সেনাবাহিনীর, অতঃপর তা টুরিস্টকুলের নাগালে এল। ১৯৬২, ১৯৭১, এমনকি ১৯৯৯-এর কার্গিল যুদ্ধের বিভিন্ন এলাকা, গলওয়ান থেকে ডোকলাম, এমনকি সিয়াচেনের বেস ক্যাম্পও পর্যটনের আওতায়। সুসজ্জিত নাগরিক সেখানে সপরিবার দেশপ্রেমের ওম পোহাতে যাবেন। কবি যখন লিখেছিলেন ‘ধাও ধাও সমর ক্ষেত্রে’, এই সম্ভাবনা তাঁর কল্পনাতীত ছিল। দেশপ্রেমকেও কী ভাবে বিনোদনী মোড়কে বিপণন করা যায়, তা বোঝার মতো রাজনৈতিক ও বিজ্ঞাপনী প্রতিভা সুলভ নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement