শুক্রবার সকালে ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উধাও হয়েছে চারটি গাড়ি। এমনটাই জানা গিয়েছে ইডির সূত্র মারফত। ইডি সূত্রে খবর, অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনের ফ্ল্যাটে মোট পাঁচটি বিলাসবহুল গাড়ি ছিল। তবে শুক্রবার সকালে হঠাৎ করেই ‘উধাও’ হয়ে যায় চারটি গাড়ি। আর তার পর থেকেই শুরু হয়েছে জল্পনা।
অর্পিতার কী কী গাড়ি ‘খোয়া গিয়েছে’ টালিগঞ্জের ওই আবাসন থেকে?
ইডি সূত্রে খবর, ‘উধাও’ হওয়া গাড়িগুলির মধ্যে ছিল একটি মার্সিডিজ-বেঞ্জ, একটি অডি, একটি হন্ডা সিটি এবং একটি হন্ডা সিআর-ভি।
প্রতিটি গাড়িই বহুমূল্য। একটা বা দু’টো নয়, পাঁচ পাঁচটা বিলাসবহুল গাড়ি রয়েছে অর্পিতার।
এই গাড়িগুলির আনুমানিক বাজারমূল্য কত? কবেই বা বাজারে এসেছিল এই বিলাসবহুল গাড়িগুলি?
অর্পিতার ‘উধাও’ হওয়া গাড়িগুলির মধ্যে প্রথমেই যে গাড়ির কথা উল্লেখ করতে হবে, তা হল মার্সিডিজ-বেঞ্জ। এই গাড়িটিতে অর্পিতাকে দেখেছেন বলে আবাসনের এক বাসিন্দা দাবি করেছেন।
মার্সিডিজ সংস্থার গাড়িগুলি বিশ্ববাজারে বেশ জনপ্রিয়। ভারতেও এই সংস্থার যথেষ্ট ভাল বাজার রয়েছে। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই গাড়িগুলির দামও অনেক।
১৯২৬ সালে এই জার্মান বিলাসবহুল গাড়ির সংস্থার প্রথম গাড়ি বাজারে আসে।
মার্সিডিজের একটি ‘এ-ক্লাস সেডান’ গাড়ির আনুমানিক মূল্য ২৭ থেকে ৩১ লক্ষ। মার্সিডিজের একটি এ-ক্লাস লিমুজিন গাড়ির ন্যূনতম মূল্য ৪১ লক্ষ।
তবে মার্সিডিজের কোটি-দু’কোটি টাকা মূল্যের মডেলও আছে। তবে অর্পিতা মার্সিডিজের যে গাড়ি চড়ে ঘুরতেন, তার আনুমানিক মূল্য ৩০ লক্ষ বলেই ইডি সূত্রে খবর।
অর্পিতার ডায়মন্ড সিটি আবাসন থেকে ‘উধাও’ হয়েছে একটি অডি গাড়িও। মার্সিডিজের মতো অডি গাড়িটিও বিশ্বে অন্যতম জনপ্রিয় একটি গাড়ি।
অডি গাড়ি সংস্থার প্রতিষ্ঠাতা দেশও জার্মানি। ১৯০৯ সালে এই বিলাসবহুল গাড়ি সংস্থা বিশ্ববাজারে তাদের গাড়ি নিয়ে আসে।
অডি গাড়ির দাম শুরু হয় ৩৫ লক্ষ টাকা থেকে। তবে মার্সিডিজের মতো এই গাড়িরও কোটি টাকা মূল্যের মডেল রয়েছে বাজারে।
সূত্রের খবর, অর্পিতা যে অডি গাড়িটি ব্যবহার করতেন, তার আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকার মতো।
‘বেপাত্তা’ হওয়া গাড়িগুলির মধ্যে রয়েছে একটি হন্ডা সিটি। হন্ডা সিটি গাড়িটি ভারতের বাজারে প্রথম প্রকাশ্যে আসে ১৯৯৮ সালে। তবে এর পর বছর বছর ধরে এই গাড়িটি আরও অত্যাধুনিক হয়ে বারবার বাজারে ফিরিয়ে আনা হয়েছে।
পাঁচ জন বসার জায়গা থাকা এই হন্ডা সিটি গাড়ির আনুমানিক মূল্য ১১ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে।
অর্পিতার টালিগঞ্জের আবাসন থেকে একটি হন্ডা সিআর-ভি গাড়িও ‘খোওয়া’ গিয়েছে। সিআর-ভি গাড়িটি হন্ডার একটি জনপ্রিয় স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি গাড়ি। ২০০২ সালে প্রথম এই গাড়িটি ভারতের বাজারে আসে।
ভারতে সাত সিটের এই গাড়িটির আনুমানিক মূল্য ২৮ থেকে ৩২ লক্ষ টাকা। ইডি সূত্রে খবর, অর্পিতার যে গাড়িটি উধাও হয়েছে তার মূল্য ২৮ লক্ষ টাকার কাছাকাছি।