Disney Layoffs

কর্মীছাঁটাইয়ের পথে ডিজ়নিও! টিভি, সিনেমা, থিম পার্কে চাকরি যেতে পারে হাজারো কর্মীর

বিভিন্ন দেশে বিভিন্ন সংস্যায় প্রায় ২ লক্ষ ২০ হাজার কর্মী কাজ করেন ডিজ়নিতে। ফেব্রুয়ারিতে ডিজ়নি জানিয়েছিল, খরচ কমানোর জন্যই অন্তত ৭ হাজার কর্মীকে ছেঁটে ফেলতে হবে তাদের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ ১৭:০১
Share:

আপাতত ডিজ়নির কর্মীছাঁটাইয়ের কোপ পড়তে চলেছে মূলত মনোরঞ্জনের সঙ্গে যুক্ত ডিজ়নি এন্টারটেনমেন্ট-সহ অন্যান্য সংস্থার উপরে। প্রতীকী ছবি।

পাঁচ দিনের মধ্যেই হাজারো কর্মীছাঁটাই করতে চলেছে ডিজ়নি। আমেরিকার এই বহুজাতিক মনোরঞ্জক সংস্থা গত ফেব্রুয়ারি মাস থেকেই বড় ছাঁটাইয়ের ইঙ্গিত দিচ্ছিল। অবশেষে তারা পাকাপাকি ভাবে কর্মীছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। একটি অর্থনৈতিক পত্রিকার রিপোর্টে জানা গিয়েছে, ডিজ়নি তাদের থিম পার্ক, সিনেমা-টিভির প্রযোজনা সংস্থা এমনকি ফ্যাশন সংস্থা থেকেও কয়েক হাজার কর্মীকে ছেঁটে ফেলতে চলেছে। আগামী সোমবার অর্থাৎ ২৪ এপ্রিলের মধ্যেই ছাঁটাইয়ের কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হবে সংস্থাটির কর্মীদের।

Advertisement

বিভিন্ন দেশে বিভিন্ন সংস্যায় প্রায় ২ লক্ষ ২০ হাজার কর্মী কাজ করেন ডিজ়নিতে। ফেব্রুয়ারিতে ডিজ়নি জানিয়েছিল, খরচ কমানোর জন্যই অন্তত ৭ হাজার কর্মীকে ছেঁটে ফেলতে হবে তাদের। পরে সেই বিবৃতি সংশোধন করে মার্চ মাসে জানানো হয়েছিল ৪ হাজার কর্মীছাঁটাই হতে পারে। এর পরেই অর্থনৈতিক পত্রিকা ব্লুমবার্গ জানিয়ে দেয়, এপ্রিলেই কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে ডিজ়নি। সূত্রের খবর, সংস্থাটি তাদের বার্ষিক ব্যয়ভার ৫৫০ কোটি ডলার কমাতে চলেছে। সেই লক্ষ্যেই কোপ পড়তে চলেছে কর্মীদের রুজিরুটির সংস্থানে।

তবে ডিজ়নি সূত্রে খবর, আপাতত ডিজ়নির কর্মীছাঁটাইয়ের কোপ পড়তে চলেছে মূলত মনোরঞ্জনের সঙ্গে যুক্ত ডিজ়নি এন্টারটেনমেন্ট-সহ অন্যান্য সংস্থার উপরে। সূত্রের খবর, প্রায় ১৫ শতাংশ কর্মীর চাকরি যেতে পারে ডিজ়নিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement