ডেল্টা প্রজাতি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে আমেরিকায়। —ফাইল চিত্র।
নোভেল করোনাভাইরাসের ডেল্টা প্লাস প্রজাতি কী বিপদ বয়ে আনতে চলেছে, তা নিয়ে বিচার বিশ্লেষণ চলছেই। তার মধ্যেই আমেরিকাকে সতর্ক করলেন সে দেশের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি। তিনি জানিয়েছেন, দেশ থেকে অতিমারিকে তাড়াতে তৎপর হয়ে উঠেছে আমেরিকা সরকার। কিন্তু তাতে সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে উঠতে পারে ভারতে প্রথম আবিষ্কৃত করোনার ডেল্টা প্রজাতি।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে করোনার ডেল্টা প্রজাতিকে ভয়ঙ্করতম বলে উল্লেখ করেন ফাউচি। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘ডেল্টা প্রজাতি অত্যন্ত বেশি সংক্রামক। মানবশরীরে এর তীব্রতা অনেক বেশি।’’ ফাইজারের তৈরি টিকাই বর্তমানে আমেরিকায় সার্বিক টিকাকরণে ব্যবহৃত হচ্ছে। এই টিকা করোনার নতুন প্রজাতির বিরুদ্ধে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ফাউচি বলেন, ‘‘আমাদের হাতে অস্ত্র রয়েছে। অতিমারিকে রুখতে হলে, তার ব্যবহার বাড়াতে হবে।’’
৪ জুলাইয়ের মধ্যে দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিকের টিকাকরণ সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে নেমেছিল আমেরিকা। কিন্তু সেই লক্ষ্য থেকে এখনও অনেকটাই পিছিয়ে তারা। হোয়াইট হাউসের কোবিড উপদেষ্টা জেফরি জায়েন্টস জানিয়েছেন, টিকাকরণ সম্পূর্ণ না করা গেলেও, ৪ জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিককে অন্তত একটি করে ডোজ দেওয়া সম্ভব বলে বলে আশাবাদী তিনি। আমেরিকায় এখনও পর্যন্ত ১৫ কোটি নাগরিকের টিকাকরণ সম্পন্ন হয়েছে, যা দেশের মোট জনসংখ্যার ৪৫ শতাংশের বেশি। ডেল্টা প্রজাতি থাবা বসানোর আগে টিকাকরণ সম্পূর্ণ করে ফেলাই এখন লক্ষ্য তাদের।