কপিল শর্মা। —ফাইল চিত্র।
সইফ আলি খানের উপর হামলার ঘটনায় এখনও ত্রস্ত বলিউড। এরই মধ্যে ফের আতঙ্ক মুম্বই শহরের টিনসেল টাউনে। এ বার হুমকির বার্তা এল কৌতুকশিল্পী কপিল শর্মার কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান থেকে ইমেল মারফত খুনের হুমকি আসে তাঁর কাছে। শুধু কপিলই নন, অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজ়ার কাছেও এসেছে হুমকিবার্তা। ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে।
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বইয়ের অম্বোলি থানার পুলিশ এফআইআর দায়ের করেছে বলে জানা যাচ্ছে। পুলিশের কাছে যে ইমেলের তথ্য এসেছে তাতে বলা হয়েছে, ‘‘নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষযকে হালকা ভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতি দিনের জীবনযাপনের উপর নজর রাখছি।’’ এই হুমকিবার্তা এড়িয়ে গেলে পরিণতি আরও খারাপ হতে পারে, এ-ও বলা হয়েছে।
সইফের ঘটনার পরে এই হুমকিবার্তা আসায় ফের আতঙ্কের আবহ তৈরি হয়েছে। গত সপ্তাহে সইফের বাড়িতে মধ্যরাতে হামলা করে এক দুষ্কৃতী। চুরির উদ্দেশ্য নিয়েই শরিফুল নামের এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন, এমনই জানিয়েছে মুম্বই পুলিশ। সেই রাতে সইফ বাধা দিতে গেলে তাঁর উপর চড়াও হন শরিফুল নামে সেই হামলাকারী। ছ’বার ছুরিকাঘাতে রক্তাক্ত করেন অভিনেতাকে। জানা যাচ্ছে শরিফুল বাংলাদেশের বাসিন্দা। অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন তিনি।