Coronavirus in India

দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল, সংক্রমণের হার রইল ৩ শতাংশের নীচেই

বিশ্বের দ্বিতীয় দেশে হিসাবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। মঙ্গলবারের তুলনায় বুধবার দেশে মৃতের সংখ্যা একটু বেড়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ০৯:৩৮
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

ফের ৫০ হাজার ছাড়িয়ে গেল দেশের দৈনিক সংক্রমণ। বুধবার দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেল। গোটা অতিমারি পর্বে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন। বিশ্বের দ্বিতীয় দেশে হিসাবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এর আগে কেবলমাত্র আমেরিকাতে ৩ কোটি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।

Advertisement

মঙ্গলবারের তুলনায় বুধবার দেশে মৃতের সংখ্যা একটু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জন রোগীর। এ নিয়ে দেশে মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৯০ হাজার ৬৬০ জন।

গত কয়েক সপ্তাহ ধরেই দেশের দৈনিক সংক্রমণের হার কমছে। মঙ্গলবার এবং বুধবার তা ৩ শতাংশের নীচে রয়েছে। পাশাপাশি দেশে সক্রিয় রোগীর সংখ্যাও এক মাসের বেশি সময় ধরে ধারাবাহিক ভাবে কমছে। কমতে কমতে তা সাড়ে ৬ লক্ষের নীচে নেমেছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ৪৩ হাজার ১৯৪ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement