ভ্লাদিমির পুতিন। —ফাইল চিত্র।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘রাক্ষস’ বলে আক্রমণ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বললেন, মস্কোর পুতিন বিরোধী নেতার মৃত্যু মর্মান্তিক ঘটনা।
শুক্রবার রাশিয়ার জেলে পুতিন বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর পর মস্কোর সমালোচনায় মুখর হয়েছে বহু দেশ। শুক্রবারই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ‘‘এই ঘটনার জন্য পুতিনই দায়ী।’’ শনিবার কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোও বললেন, ‘‘এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পুতিন কত দূর যেতে পারেন।’’
একটি টেলিভিশন সাক্ষাৎকারে ট্রুডো বলেছেন, ‘‘রাশিয়ার মানুষের স্বাধীনতার পক্ষে যিনিই কথা বলতে চাইবেন, তাকে থামানোর জন্য যে কোনও পর্যায়ে নামতে পারেন পুতিন। গোটা বিশ্বের আরও এক বার মনে পড়ে গেল, পুতিন ঠিক কত বড় রাক্ষস!’’
উল্লেখ্য, এর আগে প্রায় একই সুরে বাইডেনও বলেছিলেন, ‘‘পুতিন সরকারের দুর্নীতি, হিংসা এবং সব খারাপ কাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন অ্যালিক্সি। তাই তাঁকে মরতে হল। তাঁর মৃত্যুর জন্য পুতিন দায়ী। একমাত্র পুতিন দায়ী।’’
রাশিয়ার আর্কটিক জেল কলোনিতে প্রবেশের দু’মাসের মধ্যেই পুতিনের সমালোচক অ্যালেক্সির মৃত্যু হয়। ৪৭ বছরের অ্যালেক্সি পেশাদার আইনজীবী ছিলেন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পর রাশিয়ার বিরোধী নেতা হিসাবে গোটা বিশ্ব তাঁর নাম জেনেছিল। রাশিয়ার রাজনীতিকরা বলতেন, জনতাকে তাঁর কথা এবং যুক্তিতে বশ করতে পারতেন নাভালনি। শনিবার ট্রুডোও প্রশংসা করেছেন তাঁর সাহস এবং লড়াইয়ের মানসিকতার। একই সঙ্গে জানিয়েছেন, নাভালনির মৃত্যু দুঃখজনক ঘটনা। যা মেনে নেওয়া যায় না।