West Bengal Ration Distribution Case

শঙ্কর আঢ্যের হার্টে ব্লকেজ, কিডনিতেও রয়েছে সমস্যা! চিকিৎসায় গাফিলতির কথা বলতে কী বললেন বিচারক?

শনিবার রেশন মামলায় অভিযুক্ত রাজ্যের সদ্য দফতর হারানো মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শুনানির পাশাপাশি তাঁর ‘সহযোগী’ শঙ্কর আঢ্যের মামলারও শুনানি ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২২
Share:

রেশন মামলায় গ্রেফতার শঙ্কর আঢ্য। —ফাইল চিত্র।

হার্টে ব্লকেজ রয়েছে কিন্তু জেলে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করলেন শঙ্কর আঢ্য। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শনিবার আদালতকে জানিয়েছেন, তাঁর হৃদ্‌যন্ত্রের একটি ধমনীতে ৫০ শতাংশ ব্লকেজ রয়েছে। কিন্তু তার চিকিৎসার জন্য যে মেডিক্যাল পরীক্ষাগুলি করানোর দরকার সেগুলি জেলে সম্ভব হচ্ছে না। যদিও শঙ্করের এই অভিযোগে এখনই আমল দেননি বিচারক।

Advertisement

বিচারককে শঙ্কর বলেন, ‘‘আমার কিডনির সমস্যা রয়েছে, হার্টেও ৫০ শতাংশ ব্লক রয়েছে। অথচ যে টেস্টগুলো করানোর দরকার সেগুলো জেলে হচ্ছে না।’’ উল্লেখ্য, এর আগেও জেলের বাইরে চিকিৎসা করাতে চেয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন শঙ্কর। বলেছিলেন, বেসরকারি হাসপাতালে প্রয়োজনে নিজের টাকা দিয়েই চিকিৎসা করাবেন তিনি। গত ৩ ফেব্রুয়ারি শঙ্করের আইনজীবী আদালতে এই আবেদন করলেও তা গ্রাহ্য হয়নি। শনিবারও হল না।

শঙ্করের আর্জি শুনে বিচারক বলেন, ‘‘আপনার সমস্যা আগে জেলের চিকিৎসককে বলুন।’’ বিচারক একই সঙ্গে জানান, ‘‘জেলের চিকিৎসককে জানিয়েও যদি পর্যাপ্ত চিকিৎসা না হয় তখন আমাকে বলবেন।’’

Advertisement

প্রসঙ্গত, শনিবার রেশন মামলায় অভিযুক্ত রাজ্যের সদ্য দফতর হারানো মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শুনানির পাশাপাশি তাঁর ‘সহযোগী’ শঙ্কর আঢ্যের মামলারও শুনানি ছিল। কলকাতার নগর দায়রা আদালতে হাজির ছিলেন শঙ্কর নিজেই। চলতি মাসের প্রথমে তিনি চিঠি লিখে আদালতকে ইডির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। শঙ্কর বলেছিলেন, ইডি তাঁকে ভয় দেখিয়ে বয়ান লিখিয়ে নিয়েছে, যার মধ্যে কিছু তিনি প্রত্যাহার করতে চান। অন্য দিকে, ইডি এই অভিযোগে আপত্তি জানিয়েছিল। শনিবার এই মামলাটিরই শুনানি ছিল আদালতে। শঙ্কর সেখানে জামিন চাননি। তবে জেলে তাঁর চিকিৎসা নিয়ে অভিযোগ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement