(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং (ডান দিকে) কমলা হ্যারিস। — ফাইল চিত্র।
প্রেসিডেন্ট নির্বাচনের আর দু’সপ্তাহও বাকি নেই। জনমত সমীক্ষায় যুযুধান দুই প্রার্থীর ‘কাঁটে কা টক্কর’-এর পূর্বাভাস মিলেছে। এই পরিস্থিতিতে আমেরিকার রাজনীতিতে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এই আবহে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ বললেন।
পেনসিলভানিয়ায় সংবাদমাধ্যম সিএনএন আয়োজিত এক প্রশ্নোত্তর কর্মসূচিতে বুধবার আমেরিকার বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে নাৎসি জার্মানির একনায়ক অ্যাডল্ফ হিটলারের অনুরাগী বলে চিহ্নিত করেন। কমলা বলেন, ‘‘আমেরিকার ভোটদাতারা গণতন্ত্রের কথা ভাবেন। তাঁরা আমাদের দেশে এমন কোনও প্রেসিডেন্ট চান না, যিনি স্বৈরশাসকদের প্রশংসা করেন এবং নিজে ফ্যাসিবাদী।’’
ট্রাম্পের জমানায় হোয়াইট হাউসের ‘চিফ অব স্টাফ’ পদে থাকা জন কেলির সাম্প্রতিক একটি সাক্ষাৎকার প্রসঙ্গেই কমলার এমন অভিযোগ। নিউইয়র্ক টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে কেলি বলেছিলেন, ‘‘আমেরিকার সেনাবাহিনীর জায়গায় নাৎসি নেতা অ্যাডল্ফ হিটলারের জেনারেলদের মতো অনুগত বাহিনী চান ট্রাম্প।’’ এর পরেই ২০২১ সালের জানুয়ারির ক্যাপিটল হিল হিংসার প্রসঙ্গত তুলে কমলা বলেন, ‘‘উনি আমেরিকার সংবিধানের অবমাননা করেছেন।’’ প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট ভোট হতে চলেছে।